TRENDING:

Health benefits of roasted gram: একমুঠো ছোলা আপনাকে মুক্তি দিতে পারে শীতকালীন বহু সমস্যা থেকে

Last Updated:

ফাইবার ও প্রোটিনের উৎস হিসেবেও তুলনাহীন (Health benefits of roasted gram)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতে সুস্থ থাকতে একমুঠো ছোলার ভূমিকা অনেক৷ তবে কাঁচা বা সিদ্ধ নয়৷ ছোলা খেতে হবে রোস্ট করে৷ রোস্টেড ছোলা শীতে বিকেলের জন্য কম ক্যালরির স্ন্যাক্স হিসেবে খুবই উপযোগী৷ রোস্টেড গ্র্যাম বা চানা ওজন কমাতে কার্যকর৷ তাছাড়া ফাইবার ও প্রোটিনের উৎস হিসেবেও তুলনাহীন (Health benefits of roasted gram)৷
ফাইবার ও প্রোটিনের উৎস হিসেবেও তুলনাহীন (Health benefits of roasted gram)
ফাইবার ও প্রোটিনের উৎস হিসেবেও তুলনাহীন (Health benefits of roasted gram)
advertisement

ডায়েটে ছোলা থাকলে হজম হতে সময় লাগে৷ ফলে খিদের অনুভূতি হয় না দীর্ঘক্ষণ৷ রোসটেড ছোলায় ক্যালরি খুম কম থাকে৷ পরিবর্তে এখানে আছে কার্বোহাইড্রেটস, প্রোটিন, ময়শ্চার, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন এবং অন্যা্ন্য ভিটামিন (usefulness of roasted gram)৷

পাশাপাশি, বিশেষজ্ঞদের মতে, রোস্টেড ছোলা মধুমেহ নিয়ন্ত্রণে রাখে৷ ছোলায় গ্লাইসেমিক ইনডেক্স খুব কম৷ ফলে মধুমেহ নিয়ন্ত্রিত হয়৷ সেইসঙ্গে মজবুত রাখে হাড়ের গঠন৷ হৃদযন্ত্রের সুস্থতার ক্ষেত্রেও ছোলা গুরুত্বপূর্ণ৷

advertisement

আরও পড়ুন : মেনোপজ আসন্ন? ডায়েটে এই পানীয় রাখতে ভুলবেন না

রোস্টেড ছোলায় প্রোটিনের পরিমাণ প্রচুর৷ শরীরে কোষের গঠনের জন্য প্রোটিন অত্যাবশ্যকীয়৷ পুরুষদের ক্ষেত্রে ক্লান্তি দূর করে কর্মশক্তি বাড়িয়ে তোলে ছোলা৷ সকালে দুধের সঙ্গে একমুঠো রোস্টেড ছোলা খেলে সব রকমের দুর্বলতার মোকাবিলা করা যায়৷ অনেকেই ছোলার সঙ্গে গুড়ও খান৷ ফলে শরীরে রক্তের যোগান ঠিক থাকে৷

advertisement

আরও পড়ুন : কোন কোন খাবার মাইক্রোওয়েভে বার বার গরম করে খাওয়া ক্ষতিকারক

রোস্টেড বা ঝলসানো ছোলায় ফাইবার প্রচুর থাকে৷ ফলে পেটের গণ্ডগোল দূর হয়৷ গ্যাস ও বদহজমের সমস্যা দূর হয় ছোলার গুণে৷ অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা পালন করে রোস্টেড ছোলা৷

advertisement

আরও পড়ুন : প্রাকৃতিকভাবে লম্বা করতে চান চুল? নিয়মিত খান এই খাবারগুলি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শীতকালীন যে সব শারীরিক সমস্যা দেখা দেয়, তার প্রত্যেকটিতেই ছোলা কার্যকর৷ তাছাড়া ছোলা সহজলভ্য৷ বাড়িতে রো্স্টেড ছোলা তৈরি করাও কঠিন নয়৷ তাই রোজকার ডায়েটে রোস্টেড ছোলা রাখতে ভুলবেন না৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health benefits of roasted gram: একমুঠো ছোলা আপনাকে মুক্তি দিতে পারে শীতকালীন বহু সমস্যা থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল