আরও পড়ুন- শুধু প্রেমই ঘন করে না, শরীর মন চাঙ্গা রাখতেও চকলেটের উপকারিতা অসীম
ROSE DAY : ৭ ফেব্রুয়ারি
ভালোবাসা, কৃতজ্ঞতা এবং মনের গোপন অনুভূতি প্রকাশের জন্য যখন শব্দ অপ্রতুল হয়, তখন একটি গোলাপ সেই অনেক কিছুর প্রতীক হয়ে দেখা দিতে পারে। গোলাপ দিবসে (Rose Day 2022) টকটকে লাল গোলাপ দিয়ে মনের মানুষকে ভালোবাসার কথা বলুন আপনিও।
advertisement
আরও পড়ুন- আসছে প্রেমের সপ্তাহ! প্রিয় মানুষের জন্য কীভাবে সাজিয়ে রাখবেন গোলাপ বা চুম্বন?
৭ ফেব্রুয়ারি গোলাপ দিবস কাটাবেন কীভাবে?
একখানি গোলাপ অনেক না বলা কথার সমান। একগোছা গোলাপও দিতে পারেন প্রিয়জনকে। গোলাপকে যে নামে ডাকা হোক সে গোলাপই, কিন্তু গোলাপের প্রতিটা রঙের মানে এক নয়। লাল গোলাপ মানেই প্রেম এবং রোম্যান্স। হলদে গোলাপ বন্ধুত্বের রঙ। যদি সদ্য বিয়ে করে থাকেন বা নতুন সম্পর্ক শুরু করে থাকেন তবে প্রিয়জনকে সাদা গোলাপও দিতে পারেন। সাদা গোলাপ নতুন সূচনার প্রতীক। শুধু গোলাপ নয়, একখানা প্রেমপত্রও লিখে দিন। প্রেমের চিঠি আর গোলাপ এই দুইয়ের কদরই আলাদা।
ভ্যালেন্টাইনস সপ্তাহ: ২০২২-এর বিশেষ দিনক্ষণ দেখে নিন এক ঝলকে:
প্রথম দিন Rose Day: ৭ ফেব্রুয়ারি (সোমবার)
দ্বিতীয় দিন Propose Day: ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার)
তৃতীয় দিন Chocolate Day: ৯ ফেব্রুয়ারি (বুধবার)
চতুর্থ দিন Teddy Day: ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)
পঞ্চম দিন Promise Day: ১১ ফেব্রুয়ারি (শুক্রবার)
ষষ্ঠ দিন Hug Day: ১২ ফেব্রুয়ারি (শনিবার)
সপ্তম দিন Kiss Day: ১৩ ফেব্রুয়ারি (রবিবার)
অষ্টম দিন Valentine’s Day: ১৪ ফেব্রুয়ারি (সোমবার)
