আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে ভুয়ো প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ‘ভাইরাল’, সাইবার ক্রাইমে সংসদ
ক্লাসে যার হাতের লেখা ভাল, একসময় তার কদর ছিল আলাদা, এখনো আছে বৈকি। তবে কম্পিউটারের জমানায় তা বোধ হয় অনেকটাই কমে এসেছে |আর তাই শিশুদের মধ্যে সুন্দর হাতের লেখার আগ্রহ বাড়ানোর জন্য হাওড়া শিশু মেলা ২০২৪ এ অন্য প্রতিযোগিতার পাশাপাশি সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়এই প্রতিযোগিতা ২৪ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে।
advertisement
এবারের প্রতিযোগিতায় প্রায় ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ৩-১২ বছরের ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে |লক্ষ্য একটাই শিশুদের মধ্যে কিশলয় বয়স থেকেই সুন্দর হাতের লেখার অভ্যাস রপ্ত করা। এটি একটি নতুন ধরণের প্রতিযোগিতা। শুধু সুন্দর হাতের লেখাই নয় বানানের দিক থেকেও তা শুদ্ধ হতে হবে। আ কার, ই কার সব ঠিকমতো বসছে কিনা সেগুলোরও খেয়াল রাখা হয়। এমনকী শুনে লেখার ক্ষেত্রে কোনও শব্দ বাদ গেলে চলবে না এই সবগুলো বিষয় দেখা হয়েছে সুন্দর হাতের লেখার প্রতিযোগিতার ক্ষেত্রে।
সুন্দর হস্তাক্ষরের শিক্ষা কিশলয় বয়স থেকে শিখলেই তা ভাল করে রপ্ত করা যায়। শিশু মেলা মানে, শিক্ষা সংস্কৃতির মেলা আর সেখানে সুন্দর হাতের লেখার মতো প্রতিযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার এক বিচারক স্বপন নন্দী |রাকেশ মায়