নিখুঁত ভাবে ব্রণ লুকিয়ে ফেলার কয়েকটি উপায়-
টিন্টেড ময়শ্চারাইজার:
সামনেই কোনও অনুষ্ঠান৷ আর তার আগেই মুখে ব্রণ উঠেছে৷ এখন কী করণীয়? সব থেকে সোজা উপায় হল- টিন্টেড ময়শ্চারাইজার ব্যবহার করা৷ কারণ ব্রণর উপর টিন্টেড ময়শ্চারাইজার লাগিয়ে নিলে নিখুঁত ভাবে ব্রণ ঢেকে ফেলা যায়৷ এমনকী, বাইরে থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে, ব্রণ হয়েছে৷
advertisement
আরও পড়ুন : উপবাস থেকে রাতে ভুরিভোজ, পুজোর হুল্লোড়ে কী ভাবে নিজেদের ডায়েটের খেয়াল রাখবেন অন্তঃসত্ত্বা মহিলারা?
বরফ:
পুজোর আগে হয় তো সকালে ঘুম থেকে উঠে দেখা গেল, ছোট্ট একটা ব্রণ বেরিয়েছে৷ তখন উপায়? এই পরিস্থিতিতে ব্রণর উপর কয়েক মিনিট ধরে বরফ ঘষে নিতে হবে৷ তা হলে দেখা যাবে, ব্রণর আশপাশের লাল দাগ অনেকটা কমে গিয়েছে৷ এ ভাবে বরফ ঘষতে থাকলে ধীরে ধীরে ব্রণও সেরে যায়৷
কনসিলার:
চটজলদি ব্রণ লুকিয়ে ফেলতে অনেকেই ফাউন্ডেশন ব্যবহার করেন৷ কিন্তু সেটা না-করে কনসিলার ব্যবহার করে দেখতে পারেন৷ নিখুঁত ভাবে ব্রণ ঢাকতে অসাধারণ কাজে দেয় কনসিলার৷ আর বাইরে থেকে দেখে বোঝাও যাবে না যে, ব্রণ উঠেছে৷
আরও পড়ুন : আলস্য ঝেড়ে মন বসবে কাজে; ১ মিনিটের জাপানি কাইজেন পদ্ধতি পরখ করেছেন কি?
কালার কারেক্টর:
ব্রণ লুকিয়ে ফেলার দারুণ অপশন এটা৷ সবুজ অথবা হলুদ কালার কারেক্টর থাকলে তা ব্রণর উপর লাগিয়ে নিতে হবে৷ এর পর তার উপর কনসিলার লাগিয়ে নিলেই কেল্লা ফতে! গালে যে ব্রণ হয়েছে, সেটা বোঝাই যাবে না৷
প্রাইমার:
ব্রণর উপর সবুজ প্রাইমার ব্যবহার করলে একেবারে নিখুঁত ভাবে ব্রণ লুকিয়ে ফেলা যাবে৷
ফাউন্ডেশন পাউডার:
যখন হাতের কাছে কোনও কিছুই নেই, তখন একমাত্র উপায় হচ্ছে ফাউন্ডেশন পাউডার৷ এটা আসলে ব্রণ লুকিয়ে ফেলার ইমার্জেন্সি হ্যাক৷ তাই ব্রণর উপর খানিকটা ফাউন্ডেশন পাউডার লাগিয়ে নিলেই সেটি ঢাকা পড়ে যাবে৷