দুর্গাপুজোয় (Durga Puja 2021 ) আমাদের খাওয়াদাওয়ার রুটিন বেশ কিছুটা হেরফের হয়েই থাকে ৷ প্রথমত, বাইরের খাবার খাওয়া হয় অনেক ৷ তার উপর বাড়িতেও ভালমন্দ রান্নার পরিমাণ বেড়ে যায় ৷ সেইসঙ্গে থাকে পুজোর জন্য উপোসের রীতিও ৷ এই অবস্থায় কী করবেন অন্তঃসত্ত্বা মহিলারা (Pregnant Women)? পুজোর আনন্দে সামিল হয়েও কী করে খেয়াল রাখবেন নিজের এবং গর্ভস্থ সন্তানের?
চিকিৎসকরা বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় কম বিরতি দিয়ে ছোট ছোট মিল-এ সারাদিনের খাবারকে ভাগ করতে ৷ দুর্গাপুজোয় অন্তঃসত্ত্বা মহিলাদের উপবাস(fasting) না করাই ভাল ৷ যদি একান্তই করতে হয়, অত্যন্ত সতর্কতা নিতে হবে ৷ কারণ, আপনি নিজের ভালর কথা ভাবছেন না শুধু ৷ আপনার সঙ্গে জড়িয়ে আছে অনাগত সন্তানের ভবিষ্যৎও ৷
প্রক্রিয়াজাত খাবার যেমন পাউরুটি, চিনি, ফলের রসে প্রচুর ফাস্ট কার্ব আছে ৷ এগুলিতে ওজন দ্রুত বেড়ে যাওয়ার সমস্যাও জড়িত ৷ অন্যদিকে, গোটা দানাশস্য, বীজ, বাদাম, বিনস-এর মধ্যে স্লো কার্ব আছে ৷ অন্তঃসত্ত্বা মহিলাদের প্রসেসজ ফুড বর্জন করাই বাঞ্ছনীয় ৷ ডায়েটে কার্বোহাইড্রেটের পাশাপাশি সামঞ্জস্য রাখতে হবে প্রোটিন, মিনারেল এবং ভিটামিনেরও ৷