TRENDING:

Benefits of Guava : ওজন কমাতে চান? বেশি করে পেয়ারা খান

Last Updated:

মধুমেহ আক্রান্তরা নিশ্চিন্তে এই ফল খেতে পারেন৷ হরমোনের ভারসাম্য রক্ষা করতেও পেয়ারা উপকারী (Health benefits of Guava)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বছরভর যে সব ফল পাওয়া যায় কমবেশি, সেগুলির মধ্যে অন্যতম পেয়ারা (Guava)৷ বর্ষা এবং শীতকালে এক চিমটে বিটনুন-সহ এর স্বাদ অতুলনীয়৷ ভাল করে দিতে পারে যে কোনও মনখারাপ৷ পেয়ারায় গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই কম৷ ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ে না৷ হৃদরোগী এবং মধুমেহ আক্রান্তরা নিশ্চিন্তে এই ফল খেতে পারেন৷ হরমোনের ভারসাম্য রক্ষা করতেও পেয়ারা উপকারী (Health benefits of Guava)৷
advertisement

এক ঝলকে দেখে নেওয়া যাক পেয়ারার গুণাবলী-

পেয়ারায় প্রচুর ভিটামিন সি, লাইকোপেন ও অ্যান্টিঅক্সিড্যান্ট আছে৷ ফলে আমাদের ত্বকের জন্য উপকারী

পেয়ারায় আছে ম্যাঙ্গানিজ৷ ফলে খাবার থেকে আমাদের শরীর যথেষ্ট পুষ্টি আহরণ করে নিতে পারে

পেয়ারায় থাকা খনিজ ফোলেট ফার্টিলিটি বৃদ্ধি করে

উচ্চরক্তচাপ নিয়ন্ত্রিত হয় পেয়ারার পটাশিয়ামে

পেয়ারার ৮০ শতাংশই জল৷ ফলে ত্বক এবং শরীরকে হাইড্রেটেড রাখে

advertisement

আরও পড়ুন : ত্বকের যে কোনও সমস্যা সেরে যায় চন্দনের স্পর্শে

এছাড়াও পেয়ারার যে বৈশিষ্ট্য চমকপ্রদ, তা হল এই ফল ওজন কমাতেও কার্যকর৷ সেদিক থেকে প্রায় সব ফলকেই টেক্কা দিতে পারে সে৷ পেয়ারায় আছে প্রোটিন এবং প্রচুর ফাইবার৷ এই দুই উপাদানই সম্পূ্র্ণ পরিপাক হতে সময় লাগে৷ ফলে যখন তখন খিদে দূর করতে কামড় বসাতে হয় না জাঙ্ক ফুডে৷ পেয়ারার ফাইবার নিয়ন্ত্রণ করে মেটাবলিজম৷ পাকেনি, এমন পেয়ারায় চিনির পরিমাণ আপেন, কমলালেবু, আঙুরের তুলনায় কম৷

advertisement

আরও পড়ুন : শিল্পা শেট্টীর চিরতরুণ ত্বক ও রূপের রহস্য লুকিয়ে এই পরিচিত ফলেই

খাদ্যতন্তুতে ভরা পেয়ারা খেলে আপনার দৈনিক ফাইবার-প্রয়োজনের ১২ শতাংশ পর্যন্ত প্রয়োজন সম্পূর্ণ হয়৷ পেটের বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে ডায়েটে পেয়ারা রাখুন৷ কোষ্ঠকাঠিন্য দূর করতেও পেয়ারা কার্যকর৷ পরিপাক ক্রিয়া সুস্থ হলে তার প্রভাব পড়ে ওজন নিয়ন্ত্রণেও৷

advertisement

আরও পড়ুন : মাশরুম খান না? বঞ্চিত হচ্ছেন বহু উপকারিতা থেকে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পেয়ারায় ক্যালরিও আছে নামমাত্র৷ ১০০ গ্রাম পেয়ারায় আছে ৫২ ক্যালরি৷ তাই পেয়ারাকে বলা হয় ‘নেগেটিভ ক্যালরি ফুড’৷ তার থেকেও গুরুত্বপূর্ণ হল, পেয়ারায় যে পরিমাণ ক্যালরি আছে, তার থেকে বেশি ক্যালরি ঝরিয়ে ফেলে এই ফল৷ তাই আরও ভালবেসে পেয়ারা খান৷ শুধু মনে রাখবেন পাকা পেয়ারার তুলনায় কাঁচা পেয়ারা বেশি উপকারী৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of Guava : ওজন কমাতে চান? বেশি করে পেয়ারা খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল