আরও পড়ুন : এই ঘরোয়া টোটকাতেই পার্টির পর দিন সকালে দূর হবে হ্যাং ওভারের আচ্ছন্নভাব
ক্লেঞ্জিং :
ত্বক পরিচর্যার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল ক্লেঞ্জিং৷ মৃদু জেল বেসড ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন৷ মাইল্ড ফেসওয়াশ হওয়ার ফলে আপনার ত্বকের স্বাভাবিক আর্দ্রতাও বজায় থাকবে৷
ময়শ্চারাইজার:
advertisement
স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে ত্বককে আর্দ্রতামুক্ত করা যাবে না৷ তৈলাক্ত বা ব্রণপ্রবণ, যে রকমই হোক না কেন ত্বকের ধরন, ময়শ্চরাইজার কিন্তু প্রয়োজন৷ অয়েলি স্কিন হলে আপনি জেল বেসড ময়শ্চারাইজার বেছে নিন৷
আরও পড়ুন : হাজারো সমস্যার সমাধান করে আপনার চুল ও ত্বকের সৌন্দর্যের গোপনরহস্য লুকিয়ে জবাফুলেই
ফেস মাস্ক:
সপ্তাহে অন্তত দু’বার ত্বককে দিন হাইড্রেটিং ফেস মাস্কের স্পর্শ৷ প্রয়োজনে করাতে হবে স্পা ট্রিটমেন্টও৷ সব কাজ, পরিশ্রম ও উদ্বেগের চিহ্ন মুছে যাবে মুখ থেকে৷ তাছাড়া ফেসমাস্কের ফলে আপনার ত্বক শ্বাসপ্রশ্বাসও নিতে পারবে৷ বাড়িতে অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ পুঁতুন৷ সময় পেলেই পাতা ভেঙে ঘৃতকুমারীর রস বা অ্যালো জেল নিয়ে মাখুন৷ আপনার ত্বকে হাইড্রেশন বজায় থাকবে৷
আরও পড়ুন : আবেদন অফুরান; দীপাবলি হোক বা ভাইফোঁটা, ঝলমলে সাজের জন্য বেছে নিতে পারেন এই পাঁচ বুনন
সানস্ক্রিন :
দিনের বেলা বাড়ির বাইরে বার হলেই ব্যবহার করুন সানস্ক্রিন৷ সানস্ক্রিনের এসপিএফ মাত্রা হতে হবে ৫০৷ বাইরে যাওয়ার কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট আগে সানস্ক্রিন মাখুন৷ রোদে বার হওয়ার আগে যদি সানস্ক্রিন ব্যবহার না করেন তা হলে কিন্তু ত্বকের বাকি পরিচর্যাও মাটি!
রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বক থেকে মেক আপের সবটুকু তুলে ফেলতে ভুলবেন না৷ নামী সংস্থার তৈরি মাইসেলার ওয়াটার বা ক্লে়ঞ্জার ব্যবহার করতে পারেন৷ যদি ত্বক স্বাভাবিক হয় তাহলে অয়েল বেসড ক্লেঞ্জার ব্যবহার করুন৷ কিন্তু ত্বক যদি তৈলাক্ত বা মিশ্র হয়, তাহলে বেছে নিন ওয়াটার বেসড ক্লেঞ্জার৷