TRENDING:

Ghani Oil: ঘানি-তে তৈরি খাঁটি সরষের তেল! জানুন তৈরির পদ্ধতি! ভেজাল পাবেন না

Last Updated:

Ghani Oil: কাচ্চি ঘানির খাঁটি সরষের তেল, এ কথাটা নিশ্চয় শুনেছেন! এবার দেখে নিন কীভাবে তৈরি হয় এই তেল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া: ঘানির তেল বাংলার ঘরে ঘরে একটি পরিচিত নাম। কিন্তু বর্তমান সময়ে ঘানির তেল ব্যবহার করাটা কমেছে। তবুও এখন বেশ কিছু জায়গায় রয়েছে ঘানি। দেখে নিন কিভাবে ঘানিতে সরষে পিসাই করে প্রস্তুত করা হয় তেল।প্রাচীন প্রথা মেনে বলদের সাহায্যে ঘানিতে সরষের তেল উৎপাদন চলছে পাঁশকুড়ায়। যান্ত্রিক যুগের দ্রুত পরিবর্তনের মধ্যেও, তিনি বলদের সাহায্যে নিম ও বাবলা কাঠের তৈরি ঘানি ব্যবহার করে একশ শতাংশ খাঁটি সরষের তেল উৎপাদন করছেন, যা বর্তমান সময়ে বিরল।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পুরুল গ্রাম এলাকার বাসিন্দা ভোলানাথ প্রামাণিক দীর্ঘদিন ধরেই অতীতের ঐতিহ্যবাহী উপায়ে সরষের তেল উৎপাদন করে চলেছেন।ভোলানাথের মতে, ”বাজারে পাওয়া সরষের তেল যান্ত্রিক যান্ত্রিক উপায়ে তৈরি হয়। প্রক্রিয়াকরণে তেলের গুণমান নষ্ট হয়ে যায় এবং তা মানুষের স্বাস্থ্যেও ক্ষতিকর প্রভাব ফেলে। তিনি বলেন, “বাজারের তেলগুলোতে বিভিন্ন রাসায়নিক মিশ্রিত থাকে, যা মানুষ প্রতিদিন ব্যবহার করছে, ফলে তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন।”

advertisement

ভোলানাথ প্রামাণিক প্রতিদিন ৫ থেকে ৬ লিটার সরষের তেল উৎপাদন করে থাকেন। তাঁর এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল মানুষকে ১০০ শতাংশ খাঁটি এবং প্রাকৃতিক উপায়ে প্রস্তুত তেল সরবরাহ করা। পূর্ব মেদিনীপুর জেলায় এমন পুরানো দেশীয় পদ্ধতিতে সরষের তেল উৎপাদন করছেন, যা ভোলানাথ প্রামাণিকের এক বিশেষ পরিচিতি তৈরি করেছে। সরষের তেল উৎপাদনের পাশাপাশি, তিনি তাঁর কয়েক কাঠা জমিতে জৈব পদ্ধতিতে ধান, জব ও বিভিন্ন ধরনের ফসল চাষ করছেন।

advertisement

আরও পড়ুন: দিঘায় বেড়াতে এসেই বাড়ি পালাতে ব্যস্ত পর্যটকরা! কী ঘটছে সেখানে? বাড়ছে হতাশা

View More

বর্তমানে ভোলানাথ প্রমাণিক ঘানিতে তেল প্রস্তুত করা ও তা বিক্রি করাকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন। ভোলানাথ প্রামাণিকের এই উদ্যোগ একদিকে যেমন প্রাকৃতিক কৃষি ও উৎপাদনের গুরুত্বকে তুলে ধরছেন, অন্যদিকে মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য এক দৃষ্টান্ত স্থাপন করছে। তাঁর চেষ্টায় আজ সেই পুরানো দিনের খাঁটি সরষের তেলের স্বাদ ও গুণাগুণ ফিরে আসছে মাটিতে। তাঁর প্রস্তুত করা ঘানিতে ১০০ শতাংশ খাঁটি সরষের তেল অফলাইন ও অনলাইন দুই মাধ্যমে পাওয়া যায় বলে তিনি জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ghani Oil: ঘানি-তে তৈরি খাঁটি সরষের তেল! জানুন তৈরির পদ্ধতি! ভেজাল পাবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল