Digha: দিঘায় বেড়াতে এসেই বাড়ি পালাতে ব্যস্ত পর্যটকরা! কী ঘটছে সেখানে? বাড়ছে হতাশা
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Digha: দিঘায় বেড়াতে এসে হতাশ পর্যটকরা! কী ঘটছে সেখানে? কেন সকলে বাড়ি ফিরে যাচ্ছেন? জানলে অবাক হবেন
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কারণ নভেম্বরে তাপমাত্রা পারদ স্বাভাবিকের ওপরে। নভেম্বরের শুরুতে শীত প্রবেশের সম্ভাবনা অনেকটাই কম। ফলে হতাশ হয়েছেন পর্যটকেরা, এ বিষয়ে পর্যটকেরা জানান, কলকাতা থেকে তারা এসেছিলেন দিঘায় কিছুটা ঠান্ডা অনুভব করবে বলে। কিন্তু দিঘায় আবহাওয়া অন্যান্য বছরের নভেম্বরের তুলনায় কিছুটা উষ্ণ। ফলে আশাহত হয়েছেন তারা।'
advertisement
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দিঘা সহ দক্ষিণবঙ্গে এখনই শীত প্রবেশের সম্ভাবনা নেই। ফলে নভেম্বরের শীতে ঠান্ডা বিলাসী পর্যটকদের দিঘায় আসা কার্যত বৃথা হয়েছে। আর তাতেই পর্যটকদের হতাশা বেড়েছে। উৎসব পার করেও দিঘায় পর্যটকের ভিড় দেখে, শীতের সময় পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশাবাদী হোটেল মালিক থেকে সাধারণ দোকানদারেরা। (তথ্য: সৈকত শী)









