TRENDING:

Fuller’s Earth : মাটিতেই লুকিয়ে রূপরহস্য, ত্বক ও চুলের যত্নে মুলতানি মিট্টি আজও অদ্বিতীয়

Last Updated:

Multani Mitti: মাটিতেই নাকি লুকিয়ে সুন্দরীর রূপরহস্য৷ যুগ যুগ ধরে সে কথাই বলে আসছে ‘মুলতানি মাটি’ বা ‘মুলতানি মিট্টি’৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাটিতেই নাকি লুকিয়ে সুন্দরীর রূপরহস্য৷ যুগ যুগ ধরে সে কথাই বলে আসছে ‘মুলতানি মাটি’ বা ‘মুলতানি মিট্টি’৷ বর্তমান পাকিস্তানের মুলতানের মাটির গুণের  কদর রূপচর্চায় বহু দিন ধরেই৷ রূপচর্চা ছড়া আরও বহু কাজে ব্যবহৃত হয় এই মাটি বা এই ধরনের মৃত্তিকা৷ সেরকমই একটি কাজ হল ‘ফুলিং’ (fulling) ৷ শীতবস্ত্র তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হল এই ফুলিং৷ সেই পর্বে মুলতানি মাটি প্রয়োজন হয় বলে ইংরেজিতে এর নাম ‘ফুলার্স আর্থ’ (Fuller’s Earth)৷
advertisement

আরও পড়ুন : সাবুমাখা খেতে ভালবাসেন? জেনে নিন এর গুণাগুণ ও উপকারিতা

কী কী উপকারে লাগে মুলতানি মাটি?

ব্রণ ও অ্যাকনে কমে যায় মুলতানি মাটির নিয়মিত ব্যবহারে

ত্বক থেকে বাড়তি সেবাম ও তেল দূর করে

ময়লা,ঘাম ও দূষণের প্রভাব দূর করে ত্বককে ডিপ ক্লিঞ্জ বা গভীর ভাবে পরিষ্কার করে৷

advertisement

স্কিনটোন সমান করে ত্বকের বর্ণ উজ্জ্বল করে

ট্যানিং ও পিগমেন্টেশনের সমস্যা কমায়

সানবার্ন, ত্বকের সংক্রমণ প্রশমিত হয় মুলতানি মাটিতে

ত্বকচর্চায়

মুলতানি মাটির সঙ্গে মেশান কমলালেবুর খোসার গুঁড়ো এবং গোলাপজল৷ এই মিশ্রণ মুখে মেখে অপেক্ষা করুন আধঘণ্টা৷ তার পর জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন৷ বাড়তি তেল, ধুলো, ময়লা দূর করে তৈলাক্ত ত্বক পরিষ্কার রাখবে৷ কমবে ব্রণ ও অ্যাকনের সমস্যা৷ মাসে অন্তত দু’বার এই মাড ফেসপ্যাক ব্যবহার করুন৷

advertisement

আরও পড়ুন : একমুঠো পেস্তায় লুকিয়ে নানা সমস্যার সমাধান

এক চামচ করে মুলতানি মাটি আর আলুর রস নিন৷ তাতে দিন দুধের সরএবং লেবুর রস৷ এই মিশ্রণ মাখুন চোখের চারদিকে৷ আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন জলে৷ চোখের চারপাশের কালি দূর হবে৷

মুলতানি মাটির সঙ্গে নিন কমলালেবুর খোসার গুঁড়ো, চন্দনগুঁড়ো, বেসন এবং পুদিনাপাতার রস৷ এই ফেসপ্যাক আপনার ত্বক ডিপ ক্লিঞ্জ বা গভীর ভাবে পরিষ্কার করবে৷ সেরা ফল পেতে সপ্তাহে এক বার কি দু’বার এই প্যাক ব্যবহার করুন স্ক্রাবার হিসেবে৷

advertisement

আরও পড়ুন : ওয়েব সিরিজে আসক্ত চোখ ঘিরে কালি ও ফোলা ভাব? দূর করুন সহজ এই ঘরোয়া উপায়ে

চুলের যত্নে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চুলের দেখভালেও ব্যবহার করুন মুলতানি মাটি৷ তিন চামচ মুলতানি মাটির সঙ্গে নিন একটি ডিম, আমলকির রস, লেবুর রস এবং সম্ভব হলে ১ চামচ বিয়ার৷ এই প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fuller’s Earth : মাটিতেই লুকিয়ে রূপরহস্য, ত্বক ও চুলের যত্নে মুলতানি মিট্টি আজও অদ্বিতীয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল