TRENDING:

Happy New Year 2023: পোকা ধরে ডাল নষ্ট? ঘরোয়া এই টোটকাগুলোতেই কেল্লাফতে!

Last Updated:

Happy New Year 2023: পোকামাকড়ের হাত থেকে ডাল বাঁচানোর কিছু কৌশল রয়েছে। দেখে নেওয়া যাক সেগুলো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রান্নাঘরের তাকে পর পর রাখা জার। কোনওটায় মুগ, কোনওটায় মুসুর, তো কোনওটায় ছোলার ডাল। কিন্তু কোনও ডালই আস্ত নেই। সবকটা পোকায় ধরেছে। এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। পোকামাকড়ের হাত থেকে ডাল বাঁচানোর কিছু কৌশল রয়েছে। দেখে নেওয়া যাক সেগুলো।
আজ থেকেই শুরু করুন
আজ থেকেই শুরু করুন
advertisement

শুকনো নিম পাতা: ডালের জার থেকে পোকামাকড় তাড়াতে শুকনো নিম পাতার ব্যবহার বহু প্রাচীন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই টোটকা ব্যবহার হয়ে আসছে। এটা সবচেয়ে কার্যকর পদ্ধতিও। ডালের জারে একটা শুকনো নিমের ডাল রাখতে হয়। পাতা সমেত। এটা পোকামাকড়ের উপদ্রব রোধ করবে।

রসুন: পোকামাকড় দূরে রাখার আরেকটি দারুণ কৌশল হল ডালের জারে খোসা ছাড়ানো রসুন রাখা। একটা জারে ৪ থেকে ৫টি রসুন রাখতে হয়। সেগুলো শুকিয়ে গেলে বদলে ফেলতে হবে।

advertisement

লবঙ্গ: লবঙ্গ শুধু ডালের স্বাদ বাড়ায় তাই নয়, পোকামাকড়ের আক্রমণ থেকেও রক্ষা করে। ডালের বয়াম বা জারে ৮ থেকে ১০টা লবঙ্গ রাখতে হবে শুধু। ব্যস, পোকামাকড় কাছে ঘেঁষতে পারবে না। ডালের জার যেন এয়ার টাইট হয় সেটাও খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন: 'তালিকায় ৩৫০ নেতা', বিরাট ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! তুমুল আলোড়ন

advertisement

সূর্যালোক: এটাও প্রাচীন পদ্ধতি। পোকা দেখলে রোদে গামছা বা কাপড় পেতে ডাল ছড়িয়ে রাখতে হবে। কমপক্ষে ২ থেকে ৩ দিন সূর্যালোকে রাখলেই পোকামাকড়ের হাত থেকে মুক্তি মিলবে। পোকামাকড়গুলি অন্ধকার এবং শীতল জায়গায় বৃদ্ধি পায়, তাই সূর্যের নিচে ডাল রাখলে তারা পালায়। ডালে যদি পোকা নাও লাগে তবুও সপ্তাহে একবার সূর্যালোকে ডাল রাখা যায়।

advertisement

শুকনো লঙ্কা: ডালের জারে শুকনো লঙ্কা পোকামাকড় প্রতিরোধের আরেকটি কার্যকর পদ্ধতি। বয়ামে ২ থেকে ৩টি শুকনো লঙ্কা রাখলেই যথেষ্ট। পোকামাকড় ঘেঁষবে না।

আরও পড়ুন: 'একটা দুটো ঘটনা ঘটলেও আমরা দুঃখিত', হঠাৎ কেন দুঃখপ্রকাশ মমতার? তুঙ্গে জল্পনা

পোকামাকড় প্রতিরোধক: পোকামাকড় তাড়ানোর ট্যাবলেট আছে। যে কোনও মুদি দোকানেই কিনতে পাওয়া যায়। এই ট্যাবলেটগুলো দেখতে ওষুধের বড়ির মতো। এতে রাসায়নিক থাকে, যা পোকামাকড়কে দূরে রাখে। একটা জারে ২ থেকে ৩টি ট্যাবলেট রাখা যায়। তবে ডাল রান্না করার আগে ভাল করে গরম জলে ধুয়ে নিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

ফ্রিজ: জায়গা থাকলে ফ্রিজেও ডাল রাখা যায়। এতে পোকামাকড় তো দূরে থাকবেই, ডালও দীর্ঘ সময়ের জন্য তাজা থাকবে। ফ্রিজে এয়ার টাইট পাত্র বা জিপলক প্যাকেটে ভরে ডাল রাখা যায়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy New Year 2023: পোকা ধরে ডাল নষ্ট? ঘরোয়া এই টোটকাগুলোতেই কেল্লাফতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল