TRENDING:

Health Benefits Fruit Juice: লাল রঙের টাটকা এই ফলের রসের স্বাদ জিভে লেগে থাকবে! উপকারিতাও রয়েছে প্রচুর!

Last Updated:

শীত কাটতেই দেখা মিলতে শুরু করেছে লাল রঙের এই বিশেষ ফলের রসের। জেলার একটি মাত্র দোকান নিয়ে এসেছে এই বিশেষ টাটকা ফলের রস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ইতিমধ্যেই জেলার বিভিন্ন ফলের রসের দোকান বসতে শুরু করে। তাই রাস্তায় বের হলেই দেখতে পাওয়া যায় রকমারি ফলের রসের দোকান। অনেকেই চলতি পথে গলা ভেজাতে চট জলদি ফলের রস খেতে দারুণ পছন্দ করেন। এই ঘটনার অন্যথা হয় না কোচবিহারের বিভিন্ন অংশেও। তবে, এই সকল বিষয়ের মধ্যে কোথাও একটা লুকিয়ে রয়েছে ফলের রসের উপকারিতার গল্প। শীত কাটতেই দেখা মিলতে শুরু করেছে লাল রঙের এই বিশেষ ফলের রসের। জেলার একটি মাত্র দোকান নিয়ে এসেছে এই বিশেষ টাটকা ফলের রস। আগে এই ফলের রসের কোন দোকান ছিল না জেলায়। ইতিমধ্যেই বহু ক্রেতা এই রসের প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন।
advertisement

আরও পড়ুনঃ কাঁচা না রান্না টম্যাটো-কোনটা বেশি উপকারী? ওজন কমবে কী খেলে? জানুন বিশেষজ্ঞের মত

ফলের রস বিক্রেতা সৌরভ বর্মন জানান, “ইতিমধ্যেই কোচবিহারে গরম পড়তে শুরু করেছে। প্রায় দিনই দোকানে এসে ক্রেতারা নানা ধরনের রস কিনে পান করছেন। তবে তিনি এবার নতুন করে বেদানার রস নিয়ে এসেছেন তাঁর দোকানে। এই বেদানাতে ভরপুর উপকার থাকার কারণে সবাই এই বেদানার রস খেতে চাইছে। সকলেই জানে বেদানা রস খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। সচরাচর কোচবিহারে এই বেদানোর রস সব জায়গাতে পাওয়া যায় না। তাই তিনি কোচবিহারের এই সাগরদিঘী চত্বরে এই বেদানার রসের দোকানটি শুরু করেছেন। এক গ্লাস বেদানার রস করতে গেলে মোটামুটি এক কেজি থেকে এক কেজি ১০০গ্রাম পর্যন্ত বেদনার প্রয়োজন হয়।”

advertisement

View More

তিনি আরো জানান, “সকলের চোখের সামনে বেদানা কেটে রস তৈরি করে দিচ্ছেন তিনি। তাই এই রস থাকছে একেবারেই টাটকা। ছোট থেকে বড় সকলের এই রস খেতে পারবেন। বাজার দরে 200 টাকায় এক গ্লাস রস বিক্রি করছেন তিনি।\” দোকানের এক ক্রেতা জানান, \”কোচবিহারে সচরাচর কোন জায়গাতেই বেদানার রস দেখতে পাওয়া যায় না। তাই তিনি এই দোকানে এসেছেন এই বেদানার রস খেতে। এই রস খেতেও খুবই সুস্বাদু। বেদানা রস খাওয়া শীত কিংবা গরম কালের জন্য নয় বেদানার রস সব সময়ের জন্যই উপকারী।\” একটি বেদারা খেতে গেলে খুলে খুলে অনেক সময় প্রয়োজন হয়। তবে এখানে একদম রেডিমেড খাঁটি বেদানার রস পেয়ে সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Benefits Fruit Juice: লাল রঙের টাটকা এই ফলের রসের স্বাদ জিভে লেগে থাকবে! উপকারিতাও রয়েছে প্রচুর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল