TRENDING:

Valentines Day Ideas: এখনও সময় আছে, দূরে থাকা মনের মানুষকে ভ্যালেন্টাইনস ডে-তে চমক দিন এই ভাবে!

Last Updated:

Valentines Day Ideas: এই প্রেম দিবসে আমরা প্রত্যেকেই প্রিয়জনকে বিশেষ অনুভূতি দেওয়ার জন্য ফুল, উপহার দিই কিংবা আবার প্রেমিক/প্রেমিকারা নিজেদের মধ্যে নিভৃতে সময় কাটান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রেম আমাদের সমস্ত আবেগের মধ্যে সবচেয়ে অপরিহার্য, যা ভালোবাসার মানুষ দূরে থাকলেও বন্ধন অটুট রাখতে পারে। পৃথিবীর যে কোনও প্রান্তে যতদূরেই থাকুন না কেন, সময় এবং দূরত্বের বাধা সরিয়ে দুটি হৃদয়কে জুড়ে রাখতে পারে প্রেম। আর ভ্যালেন্টাইনস ডে-তে ভালোবাসার এই জাদুই উদযাপন করা হয়৷ এই প্রেম দিবসে আমরা প্রত্যেকেই প্রিয়জনকে বিশেষ অনুভূতি দেওয়ার জন্য ফুল, উপহার দিই কিংবা আবার প্রেমিক/প্রেমিকারা নিজেদের মধ্যে নিভৃতে সময় কাটান। কিন্তু যদি মনের মানুষ দূরে থাকেন? দুঃখ পাওয়ার দরকার নেই! দূরে থেকেও এই বিশেষ দিনটি সুন্দরভাবে কাটানো যেতে পারে।
সঙ্গীকে অবাক করে দিন
সঙ্গীকে অবাক করে দিন
advertisement

১. একটা চিঠি

হাতে লিখে প্রেমপত্র দেওয়ার চেয়ে রোম্যান্টিক বিষয় আর কিছু হতে পারে না। তবে, আজ চিঠি লিখতে বসলে তা সময় মতো পৌঁছবে না। অতএব, চিঠির বদলে পাঠানো যায় মেইল বা চিঠির বয়ান WhatsApp করে দেওয়া যায়- তাতে মনের কথাও বলা হবে, তার মাধুর্যও কম হবে না।

advertisement

২. অনলাইন মুভি ডেট

সাম্প্রতিক ভিডিও-কলিং প্রযুক্তির দৌলতে, বর্তমানে দূরে থাকলেও একই সময়ে একই স্ক্রিনে একসঙ্গে সিনেমা দেখা সম্ভব। ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করলে স্কাইপের মতো কিছু ভিডিও-কলিং অ্যাপ্লিকেশনে শেয়ার স্ক্রিনের মাধ্যমে একসঙ্গে সিনেমা দেখা যায়। যার জন্য শুধু ভিডিও কল শুরু করতে হবে, তারপর স্ক্রিন শেয়ারিং অ্যাক্টিভেড করে পছন্দের সিনেমা চালাতে হবে। এক্ষেত্রে সবচেয়ে ভালো বিষয় হল একইসঙ্গে কথা বলা ও ছবি দেখা চালানো যাবে।

advertisement

আরও পড়ুন: সুপারফুড ব্যবহার করে এই পাঁচটি ঘরোয়া টোটকায় বদলে যাবে ত্বক, অবশ্যই জানুন...

৩.একটি প্রেমের গান খেয়ে রেকর্ড করে পাঠানো

আসলে গানের মান নয়, নিজের কন্ঠে গান গেয়ে ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটাতে চাওয়াটাই আসল। তাই একটি রোম্যান্টিক গান নিজের গলায় গেয়ে মনের মানুষকে রেকর্ডিং পাঠানো যেতেই পারে।

advertisement

৪. রোম্যান্টিক ভিডিও অনলাইনে পোস্ট

স্ন্যাপশট ও ক্লিপ একত্রিত করে একটি হৃদয়স্পর্শী ভিডিও তৈরি করে, ব্যাকগ্রাউন্ডে কোনও গান দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রেমিক/প্রেমিকাকে ট্যাগ করা যায় আজ।

আরও পড়ুন: অনেক চেষ্টা করেও কিছুতেই বাগে আসছে না বাড়তি ওজন, গোড়ায় গলদ নেই তো?

৫. অনলাইন ডিনার ডেট

advertisement

দূরে থাকলেও বর্তমান প্রযুক্তির দৌলতে আমরা অনলাইন ডিনার ডেটে যেতে পারি। কোনও রেস্তোরাঁয় অনলাইন ভিডিও কলিং ডেট নিতে স্মার্টফোন ব্যবহার করা যায় কিংবা বাড়িতেই সুন্দরভাবে ভ্যালেন্টাইনস ডে-র থিমে ডিনার পরিকল্পনা করা যায়।

৬. ফোনে কথা বলে বাড়িতেই আরামদায়কভাবে রাত কাটানো

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

ভ্যালেন্টাইনস ডে-তে সবসময় যে বিশেষ কিছু করতে হবে এমন কোনও কথা নেই। ভালবাসার মানুষের সঙ্গে ফোনে কথা বলে বাড়িতেই স্বাচ্ছন্দ্যের মধ্যে সময় কাটানো যেতে পারে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentines Day Ideas: এখনও সময় আছে, দূরে থাকা মনের মানুষকে ভ্যালেন্টাইনস ডে-তে চমক দিন এই ভাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল