TRENDING:

Belly Fat Loss Tips : ভুঁড়ির জন্য বিব্রত? পেটের মেদ কমাতে এই খাবারগুলি খেতেই হবে

Last Updated:

পেটের মেদ কমানো কঠিন ঠিকই৷ কিন্তু দুঃসাধ্যও নয় (Foods which help to lose belly fat)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
‘ভিসেরাল ফ্যাট’ (Visceral Fat)৷ এটাই পোশাকি নাম আমাদের অতি চেনা ‘বেলি ফ্যাট’-এর (Belly Fat)৷ এই কারণেই মেদ জমে আমাদের তলপেটে৷ শরীরের যে কোনও অংশের তুলনায় পেটের মেদ কমানো কয়েক গুণ বেশি কঠিন৷
advertisement

ভিসেরাল ফ্যাট শরীরের জন্যও অত্যন্ত ক্ষতিকারক৷ ভুঁড়ি থাকলে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্টান্সের মতো সমস্যা দেখা দেয়৷ পেটের মেদ কমানো কঠিন ঠিকই৷ কিন্তু দুঃসাধ্যও নয় (Foods which help to lose belly fat)৷

প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার সাহায্য করে পেটের মেদ কমাতে৷ ফ্যাটমুক্ত বা নামমাত্র ফ্যাট-সহ টকদইও কার্যকর পেট থেকে মেদ কমাতে৷ এক পাত্র ভর্তি টকদই পুষ্টিমূল্যে ভরপুর৷ এর থেকে যথেষ্ট পুষ্টিমূল্য পাওয়া যায় ২০-২৩ গ্রাম প্রোটিন-সহ টকদই অনেক ক্ষণ পেট ভরিয়ে রাখে৷ ফলে অস্বাস্থ্যকর খাওয়ার প্রবণতা কমে৷

advertisement

আরও পড়ুন : বিরিয়ানি, কোর্মার সুস্বাদু হয় বেরেস্তার গুণে, জেনে নিন মুচমুচে বেরেস্তার টিপস

টকদইয়ের প্রোটিন মেটাবলিজম বৃদ্ধি করে৷ সাহায্য করে পরিপাকক্রিয়াতেও৷ টকদইয়ের ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাহায্য করে হাড় মজবুত করতে৷ ডায়েটে রাখুন প্রচুর ফল এবং সবুজ শাকসব্জি৷ আপেল, তরমুজ, বেরির মতো ফল আপনার মিষ্টি খাওয়ার সাধ কিছুটা হলেও পূ্র্ণ করবে৷

advertisement

আরও পড়ুন : হলদেটে দাঁত ধবধবে সাদা করে তুলুন বাড়িতেই, নিয়মিত খান এই ফলগুলি

তৈলাক্ত মাছ বাড়িয়ে দেয় মেটাবলিজম৷ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেলি ফ্যাট ঝরাতে এবং ওজন কমাতে সাহায্য করে৷ পাশাপাশি খেতে পারেন ওটস এবং ওটমিল৷ এর গোটা দানাশস্য ভরপুর ফাইবার, প্রোটিন এবং ওটস বা ওটমিলে চিনিও থাকে না৷ ওটসের স্বাস্থ্যগুণও প্রচুর৷ এটি পরিপাক ক্রিয়ায় সাহায্য করে৷ কমায় উচ্চরক্তচাপ৷ সেইসঙ্গে ওজন কমিয়ে বেলি ফ্যাট নিয়ন্ত্রণ করে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এখানেই শেষ নয় ওটসের গুণ৷ পেট ফাঁপা, গ্যাস এবং কোষ্টকাঠিন্যের মতো শারীরিক সমস্যারও সুরাহা করে ওটস৷ সেইসঙ্গে হৃদরোগ এবং কোলন ক্যানসারের মতো অসুখও কমে ওটসে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Belly Fat Loss Tips : ভুঁড়ির জন্য বিব্রত? পেটের মেদ কমাতে এই খাবারগুলি খেতেই হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল