TRENDING:

Proper Diet for Babies: সন্তানের বয়স এখনও ১ বছর হয়নি? ভুলেও এই এগুলি তাকে খাওয়াবেন না

Last Updated:

জেনে নিন কী কী খাবার ১ বছর বয়সি পর্যন্ত শিশুর ডায়েটে রাখা যাবে না কোনওভাবেই (Proper Diet for Babies)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিশু সলিড খাবার খেতে শুরু করলেই বাবা মায়েদের চিন্তা যেন বেড়ে যায় অনেকটাই (diet for babies)৷ কী খাওয়াব? কী খেলে পুষ্টিসাধনে কোনও ঘাটতি থাকবে না-এই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে অনবরত৷ কিন্তু এক বার শিশুসন্তান চিবিয়ে খেতে শুরু করলেই বাবা মা উৎসাহের আতিশয্যে অনেক খাবার তাকে খাওয়াতে শুরু করেন, যা আদৌ তার জন্য সহজপাচ্য নয়৷ একটা কথা মনে রাখা প্রয়োজন, যে এক বছর বয়স পর্যন্ত শিশুর পরিপাক তন্ত্র সম্পূর্ণ বিকশিত হয় না৷ তাই প্রথম ৬ মাস তাকে স্তনদুগ্ধ ছাড়া কিছুই খেতে দেওয়া উচিত নয়৷ ৬ মাস বয়সের পর থেকে তাকে নরম ভাত, ডালের জল, ভেজিটেবল স্যুপের মতো হাল্কা খাবার দেওয়া যায়৷ এ সময় কিছু কিছু খাবার একদমই শিশুকে দেওয়া উচিত নয়৷ কারণ তার হজম করতে সমস্যা হবে৷ জেনে নিন কী কী খাবার ১ বছর বয়সি পর্যন্ত শিশুর ডায়েটে রাখা যাবে না কোনওভাবেই (Proper Diet for Babies)৷
advertisement

গরুর দুধ-

এক বছর বয়সের নীচে শিশুকে গরুর দুধ দেওয়া উচিত নয়৷ কারণ তাদের হজমশক্তির কাছে গরুর দুধ দুষ্পাচ্য৷ তাই স্তনদুগ্ধ ছাড়া এক বছর বয়স অবধি শিশুদের ফর্মুলা মিল্ক দেওয়া যায়৷ ১ বছরের নীচে শিশুকে গরুর দুধ খাওয়ালে তার কিডনির উপরেও চাপ তৈরি করতে পারে৷

আরও পড়ুন : শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভাল রাখতে চান? রইল কিছু সহজ উপায়

advertisement

সাইট্রিক ফুড-

লেবুজাতীয় বা সাইট্রাস ফল অ্যাসিডজাতীয়৷ সেগুলি হজম করাও শিশুর পক্ষে সমস্যাজনক হতে পারে৷

আরও পড়ুন : রান্নার স্বাদগন্ধ বাড়াতে অদ্বিতীয় আজিনোমোতো কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর?

নুন-

১ বছর বয়স পর্যন্ত শিশুর কিডনি সম্পূর্ণ তৈরি হয় না৷ তাই সারাদিনে তার জন্য ডায়েটে ১ গ্রাম নুন যথেষ্ট৷ তবে সবথেকে ভাল হয় যদি বাচ্চার রান্না নুনমুক্ত করা যায়৷ সেটা সম্ভব না হলে যৎসামান্য নুন দিন৷

advertisement

আরও পড়ুন : কেরাটিন ট্রিটমেন্ট ঠিক কী? কেন করাবেন এই ট্রিটমেন্ট? জেনে নিন খুঁটিনাটি

ডিম-

এক বছর বয়স হওয়ার আগে শিশুর ডায়েটে ডিম না রাখাই ভাল৷ এক বছর বয়সের পর তাকে ডিম খাওয়াতেই পারেন৷ অনেক সময় ডিমের সাদা অংশ বা অ্যালবুমিন থেকে শিশুর অ্যালার্জি হয়৷ সেক্ষেত্রে সিদ্ধ বা পোচ তৈরি করে শুধু কুসুমের অংশ তাকে খাওয়ান৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Proper Diet for Babies: সন্তানের বয়স এখনও ১ বছর হয়নি? ভুলেও এই এগুলি তাকে খাওয়াবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল