গরুর দুধ-
এক বছর বয়সের নীচে শিশুকে গরুর দুধ দেওয়া উচিত নয়৷ কারণ তাদের হজমশক্তির কাছে গরুর দুধ দুষ্পাচ্য৷ তাই স্তনদুগ্ধ ছাড়া এক বছর বয়স অবধি শিশুদের ফর্মুলা মিল্ক দেওয়া যায়৷ ১ বছরের নীচে শিশুকে গরুর দুধ খাওয়ালে তার কিডনির উপরেও চাপ তৈরি করতে পারে৷
আরও পড়ুন : শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভাল রাখতে চান? রইল কিছু সহজ উপায়
advertisement
সাইট্রিক ফুড-
লেবুজাতীয় বা সাইট্রাস ফল অ্যাসিডজাতীয়৷ সেগুলি হজম করাও শিশুর পক্ষে সমস্যাজনক হতে পারে৷
আরও পড়ুন : রান্নার স্বাদগন্ধ বাড়াতে অদ্বিতীয় আজিনোমোতো কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর?
নুন-
১ বছর বয়স পর্যন্ত শিশুর কিডনি সম্পূর্ণ তৈরি হয় না৷ তাই সারাদিনে তার জন্য ডায়েটে ১ গ্রাম নুন যথেষ্ট৷ তবে সবথেকে ভাল হয় যদি বাচ্চার রান্না নুনমুক্ত করা যায়৷ সেটা সম্ভব না হলে যৎসামান্য নুন দিন৷
আরও পড়ুন : কেরাটিন ট্রিটমেন্ট ঠিক কী? কেন করাবেন এই ট্রিটমেন্ট? জেনে নিন খুঁটিনাটি
ডিম-
এক বছর বয়স হওয়ার আগে শিশুর ডায়েটে ডিম না রাখাই ভাল৷ এক বছর বয়সের পর তাকে ডিম খাওয়াতেই পারেন৷ অনেক সময় ডিমের সাদা অংশ বা অ্যালবুমিন থেকে শিশুর অ্যালার্জি হয়৷ সেক্ষেত্রে সিদ্ধ বা পোচ তৈরি করে শুধু কুসুমের অংশ তাকে খাওয়ান৷