TRENDING:

Food Recipe: ফুলকপির পায়েস খেয়েছেন? একবার খেলে ভুলতে পারবেন না! বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজে

Last Updated:

ফুল কপির পায়েস! শুনতে অবাক মনে হলেও সত্যি, ফুল কপি শুধু সবজির তালিকাতেই সীমা বদ্ধ নয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ফুল কপির পায়েস। শুনতে অবাক মনে হলেও সত্যি। ফুল কপি শুধু সবজির তালিকাতেই সীমা বদ্ধ নয়। তরি তরকারিতে যেমন ফুল কপির জনপ্রিয়তা। তেমনি এই ফুল কপির পায়েসের জুড়ি নেই। আট থেকে আশি, সব বয়সের মানুষের পছন্দের এই খাবার।
advertisement

কথায় রয়েছে মাছ ভাতে বাঙালি। তবে বাঙালি শুধু মাছ ভাতে সীমাবদ্ধ নেই। বাঙালির পাতে নানা খাবারের ডালি। তবে পাতে যা খাবারই হোক না কেন, বাঙালির শেষ পাত মানেই মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার। সেই দিক থেকে শেষ পাতে মিষ্টি চাটনি বা পায়েসের মত খাবার মানুষের বেশ পছন্দের। তাই বিশেষ কোনও দিন মানেই খাবারের তালিকায় এই পদ মানানসই।

advertisement

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক ভাল রেজাল্ট হবেই! মানসিক চাপ কাটানোর পরামর্শ দিলেন বিশেষজ্ঞ

আবার যদি এই স্পেশাল পদ নিজে হাতে বানানো হলে তো আর কথা নেই। সেই দিক থেকে বেশ জনপ্রিয়তা ফুলকপির পায়েস। একবারে সহজ উপায়ে ঘরোয়া উপায়ে তৈরি করা সম্ভব ফুল কপির পায়েস। এর জন্য হাতে গনা কয়েকটা উপকরণই যথেষ্ট।

advertisement

View More

ফুলকপি প্রায় সরা বছর পাওয়া যায়। পায়েস তৈরিতে প্রয়োজন ছোট করে কুচি করা অথবা চেঁচে নেওয়া ফুল কপি দু কাপ, ১-১.৫ লিটার দুধ, চিনি হাফ কাপ, এলাচ, কাজু, কিশমিশ, ইচ্ছা অনুযায়ী সামান্য চাল দেওয়া যেতে পারে। প্রথমে পাত্রে ফুটন্ত জলে দারুচিনি লবঙ্গ দিয়ে চাল আফ সিদ্ধ করে নেওয়া।

advertisement

এবার ছোট টুকরো করা বা চেঁচে নেওয়া ফুলকপি সিদ্ধ করে নিতে হবে। পাত্রে দুধ ভাল করে ফুটিয়ে তাতে এলাচ দিয়ে একটু মেরে নিয়ে। জল ঝরানো ফুল কপি দুধে ঢেলে দিয়ে কিছুক্ষণ ফোটার পর স্বাদ মত লবণ এবং চিনি। পায়েস নামানোর সামান্য আগে কাজ কিশমিশ দিয়ে নামিয়ে নিন। এবার পাত্রে ঢেলে পেস্তা কেশর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Food Recipe: ফুলকপির পায়েস খেয়েছেন? একবার খেলে ভুলতে পারবেন না! বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল