TRENDING:

Looking dashing on wedding day: মধুমাসে বাঁধা পড়ছেন সাতপাকে? এখন থেকেই ডায়েটে রাখুন এই খাবারগুলি

Last Updated:

Looking dashing on wedding day: শুধু বিয়ের সন্ধ্যায় মেকআপেই হবে না৷ তার আগে থেকেই দরকার প্রস্তুতি৷ খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিয়ের দিন যেন দেখতে লাগে অপরূপা৷ এই ইচ্ছে সুপ্ত থাকে সব মেয়ের মনেই৷ এই সাধ পূর্ণ করার জন্য শুধু বিয়ের সন্ধ্যায় মেকআপেই হবে না৷ তার আগে থেকেই দরকার প্রস্তুতি৷ খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে৷ খাদ্যতালিকায় যোগ করতে হবে কিছু বিশেষ জিনিস৷ (diet to look dashing on your wedding day)
advertisement

ফল-

ফল খাওয়ার উপকারিতা অনেক বার আলোচিত হয়েছে অনেক জায়গায়৷ তাজা ফলে থাকে অনেক ভিটামিন ও মিনারেল৷ সকালে ফল খেলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল৷ পাকা পেঁপে খেলে বাড়তি ওজন কমে৷

আরও পড়ুন : চেনা ডালের ভিড়ে অবহেলিত এই কালো ডালই বহু জটিল অসুখের ওষুধ

চিয়া সিডস-

advertisement

ত্বকের স্বাস্থ্যের জন্য চিয়া সিডস বা চিয়াদানা অতুলনীয়৷ এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড৷ ফলে ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে৷ সেইসঙ্গে শরীর থেকে টক্সিনস বার করে দেয় ফলের গুণাগুণ৷ কমিয়ে দেয় স্ট্রেস হরমোনের পরিমাণ৷

ড্রাই ফ্রুটস-

ডায়েটে শুকনো ফল রাখা খুবই সুবিধেজনক৷ কাজুবাদাম থেকে পাওয়া যায় ভিটামিন এ, ই, জিঙ্ক ও ম্যাগনেসিয়াম৷ ফলে ত্বক হয়ে ওঠে নরম ও পেলব৷ আমন্ড, আখরোটের মতো ড্রাই ফ্রুটস বেশি করে রাখুন ডায়েটে৷

advertisement

আরও পড়ুন : কীভাবে খেলে মৌরি সবথেকে দ্রুত ওজন কমাতে সাহায্য করবে

ডিম-

ডিমের প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড সাহায্য করে ত্বকের নতুন কোষ তৈরি করতে৷ রোজ ১ টা বা ২ টো করে ডিম খেলে ত্বক নরম ও হাইড্রেটেড হবে৷ এছাড়া ডিমে যে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, সেগুলি শরীর থেকে অতিবেগুনি রশ্মির কুপ্রভাব দূর করে৷ ত্বকে কোনও ছোপ পড়তে দেয় না৷

advertisement

জলপান-

পর্যাপ্ত জলপানে ত্বক হাইড্রেটেড থাকে৷ চুল চকচকে হয়ে ওঠে৷ নখের স্বাস্থ্যও হয় মজবুত৷ জলে মধু বা লেবু মিশিয়ে পান করলে এর গুণ বৃদ্ধি পায়৷ স্বাদও বাড়ে পানীয়ের৷

আরও পড়ুন :  শীতে কীভাবে ভাল রাখবেন ইন্ডোর প্ল্যান্টদের, আপনার গৃহ-উদ্যানের জন্য রইল টিপস

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

তাই আগামী ফাল্গুনের মধুমাসে বিয়ের তারিখ ঠিক হয়ে থাকলে এখনই এই উপাদানগুলি রাখুন ডায়েটে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Looking dashing on wedding day: মধুমাসে বাঁধা পড়ছেন সাতপাকে? এখন থেকেই ডায়েটে রাখুন এই খাবারগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল