TRENDING:

Food guide for menstruation cycle: ঋতুস্রাবের আগে, মাসের ওই সময়ে এবং তার পরে মহিলাদের কী কী খেতে হবে?

Last Updated:

Food guide for menstruation cycle:ঋতুস্রাবের সময় খাওয়াদাওয়ার যত্ন নেওয়া একান্ত প্রয়োজনীয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যে কোনও মহিলার কাছে প্রতি মাসে ঋতুস্রাবের সময়পর্বটুকু খুবই গুরুত্বপূ্র্ণ৷ কারণ ওই কয়েক দিনের প্রভাব রয়ে যায় জীবনভর৷ ঋতুস্রাবের সময় খাওয়াদাওয়ার যত্ন নেওয়া একান্ত প্রয়োজনীয়৷ পুষ্টিবিদ মীনাশ্চি পেট্টুকোলা গুরুত্ব দিয়েছেন যাতে প্রতি মাসে ওই নির্দিষ্ট দিনগুলিতে যথাসম্ভব পুষ্টিকর খাবার মহিলারা খান (Food guide for menstruation cycle)৷ ঋতুস্রাবের সময়কার বিভিন্ন সমস্যা যেমন ক্র্যাম্পিং, ব্লটিং, মাথাব্যথা, ক্লান্তির মতো উপসর্গ নিয়ন্ত্রণের উপরও গুরুত্ব দিয়েছেন মীনাশ্চি৷
advertisement

আরও  পড়ুন : কোভিডের পরে কীভাবে ফিরবেন জীবনের স্বাভাবিক ছন্দে? জানালেন চিকিৎসক

পিরিয়ডসের আগে-

এ সময় মহিলাদের দেহে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লাটেইনিজিং হরমোন কমে যায়৷ একইসঙ্গে অন্যদিকে বেড়ে যায় ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের মাত্রা৷ পিরিয়ডস পূর্ববর্তী বিভিন্ন উপসর্গ দেখা দেয় এই সময়েই৷

কী খেতে হবে- সবুজ শাকসব্জি, উদ্ভিজ্জ প্রোটিন, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার সমৃদ্ধ পালংশার, আপেল, কমলালেবু, কলা, কিনোয়া, বাদাম, টোফু, ডাল বিনস, ডার্ক চকোলেট এবং প্রচুর পরিমাণে জল৷

advertisement

আরও  পড়ুন : বন্ধ্যাত্ব এড়াতে ঋতুস্রাবকালীন পরিচ্ছন্নতার দিকে নজর দিন, মত স্ত্রীরোগ বিশেষজ্ঞদের

পিরিয়ডসের সময়-

ঋতুস্রাবের প্রথম দিন পুষ্টিকর খাওয়া দাওয়া প্রয়োজন৷ এর ফলে পিরিয়ডসের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়৷

কী খেতে হবে-

আয়রন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার যেমন তৈলাক্ত মাছ, গোটা দানাশস্য, ডার্ক চকোলেট, ইয়োগার্ট এ সময়ে খেতে হবে৷ গরম পিপারমিন্ট বা আদা চা খেলেও উপশম পাওয়া যাবে৷ প্রচুর জলপান করতে হবে৷

advertisement

আরও  পড়ুন : কীভাবে নিজেকে করোনামুক্ত রাখবেন? কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে আয়ুর্বেদিক টিপস

পিরিয়ডসের পরে-

ওভ্যুলেশনের সময় পুষ্টিকর খাওয়াদাওয়া খুবই গুরুত্বপূর্ণ৷

কী খেতে হবে-

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রচুর পরিমাণে ভিটামিন বি, লিন প্রোটিন ও ক্যালসিয়াম, আয়রন সমৃদ্ধ খাবার যেমন মাংস, পালংশাক, দুগ্ধজাত খাবার রাখতে হবে ডায়েটে৷ স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটস যেমন ওটস, ব্রাউন রাইস, ফল, তন্তু-সহ শাকসব্জি, ডাল ও স্ট্রবেরি খাওয়া প্রয়োজন এ সময়ে৷ পান করতে হবে প্রচুর জল এবং শারীরিক সক্রিয়তা বজায় রাখতে হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Food guide for menstruation cycle: ঋতুস্রাবের আগে, মাসের ওই সময়ে এবং তার পরে মহিলাদের কী কী খেতে হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল