TRENDING:

Beautiful Hair Tips: যে কোনও অনুষ্ঠানে মানানসই হয় ফুল জড়ানো খোঁপা, করিনা থেকে দীপিকা দিচ্ছেন টিপস

Last Updated:

Beautiful Hair Tips: বলিউডের (Bollywood) তাবড় সুন্দরীরা মজেছেন এই গজরা বানের (Gajra) মোহে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মেয়েদের চুল (Hair Tips) হল তাঁদের সম্পদ। এই চুল (Hair Tips) দিয়ে একটা সামান্য একটা হাতখোঁপা করলেই দেখতে ভারী সুন্দর লাগে। এই খোঁপার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায় যখন তার মধ্যে বেল বা জুঁইয়ের মালা জড়ানো হয়। বলিউডি ভাষায় একে বলে গজরা বান। গজরা অর্থাৎ ফুলের মালা। বলিউডের (Bollywood) তাবড় সুন্দরীরা মজেছেন এই গজরা বানের (Gajra) মোহে। তার অন্যতম কারণ হচ্ছে শাড়ি, সালওয়ার কামিজ বা লেহেঙ্গা চোলি, যে কোনও ভারতীয় পোশাকের সঙ্গে এই গজরা বান (Gajra) দিব্যি মানিয়ে যায়।
Fashion Tips: kareena kapoor and deepika padukone love it here's how you can make a gajra bun- Photo -Collected
Fashion Tips: kareena kapoor and deepika padukone love it here's how you can make a gajra bun- Photo -Collected
advertisement

এই গজরা বান (Gajra) যে কেউ নিজেই করে নিতে পারে। যেহেতু এটা সব অনুষ্ঠানেই মানানসই হয় তাই আপনিও শিখে রাখুন কীভাবে এই সহজ হেয়ার স্টাইল করবেন।

আরও পড়ুন - Valentine's Day: প্রেমিকার সঙ্গে পাল্লা দিয়ে ভ্যালেন্টাইনস ডে'তে সাজান নিজেকে, কী পরবেন? রইল টিপস!

গজরা বানের  (Gajra) জন্য যা যা লাগবে

advertisement

বেশ কিছু চুলের কাঁটা বা ইউ পিনস, চুল বাঁধার জন্য গার্ডার, বান ডোনাট, ববি পিনস, হেয়ার মুজ ও চুল আঁচড়ানোর জন্য একটা ব্রাশ।

Fashion Tips: kareena kapoor and deepika padukone love it here's how you can make a gajra bun- Photo-Collected

advertisement

কীভাবে করতে হবে

প্রথমে চুলে শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর অবশ্যই চুল শুকিয়ে নিতে হবে। কিন্তু চুল শুকনোর আগে চুলে সামান্য একটু হেয়ার মুজ লাগিয়ে নিতে হবে তারপর ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে হবে। চুল শুকিয়ে গেলে ভালো করে আঁচড়ে নিতে হবে বা ব্রাশ করে নিতে হবে। এবার টানটান করে একটা পনিটেল বেঁধে নিতে হবে। যে গার্ডার দিয়ে পনিটেল বাঁধা হয়েছে এবার বাকি চুল উল্টোদিকে ঘুরিয়ে ফুলিয়ে নিয়ে গার্ডারের মধ্যে গুঁজে দিতে হবে। খোঁপা যাতে আঁটসাঁট হয় তার জন্য ববি পিনস ব্যবহার করতে হবে। এই পিন বা কাঁটা মাঝখানে গুঁজে খোঁপা টাইট করতে হবে। এবার বান ডোনাট আটকে দিতে হবে খোঁপায়। আর এটা আটকাতে হবে ইউ পিনস বা চুলের কাঁটা দিয়ে। সবশেষে এবার গজরা বা ফুলের মালা লাগানোর পালা। মালা খোঁপার চারপাশে ববি পিন দিয়ে আটকে দিতে হবে।

advertisement

আরও পড়ুন - QR Code-র সাহায্যে ১২ ঘণ্টা আগেই এবার কাটা যাবে East West Metro-র টিকিট

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ও দীপিকা পাড়ুকোনের (Depeeka Padukone) বিশেষ পছন্দ এই গজরা বান। প্রায়শই তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে এই রকম হেয়ার স্টাইল করতে দেখা যায়। শাড়ির সঙ্গে গজরা বান ভালোবাসেন ঐশ্বর্য রাই বচ্চনও (Aishwarya Rai Bachchan)।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beautiful Hair Tips: যে কোনও অনুষ্ঠানে মানানসই হয় ফুল জড়ানো খোঁপা, করিনা থেকে দীপিকা দিচ্ছেন টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল