এই গজরা বান (Gajra) যে কেউ নিজেই করে নিতে পারে। যেহেতু এটা সব অনুষ্ঠানেই মানানসই হয় তাই আপনিও শিখে রাখুন কীভাবে এই সহজ হেয়ার স্টাইল করবেন।
আরও পড়ুন - Valentine's Day: প্রেমিকার সঙ্গে পাল্লা দিয়ে ভ্যালেন্টাইনস ডে'তে সাজান নিজেকে, কী পরবেন? রইল টিপস!
গজরা বানের (Gajra) জন্য যা যা লাগবে
advertisement
বেশ কিছু চুলের কাঁটা বা ইউ পিনস, চুল বাঁধার জন্য গার্ডার, বান ডোনাট, ববি পিনস, হেয়ার মুজ ও চুল আঁচড়ানোর জন্য একটা ব্রাশ।
কীভাবে করতে হবে
প্রথমে চুলে শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর অবশ্যই চুল শুকিয়ে নিতে হবে। কিন্তু চুল শুকনোর আগে চুলে সামান্য একটু হেয়ার মুজ লাগিয়ে নিতে হবে তারপর ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে হবে। চুল শুকিয়ে গেলে ভালো করে আঁচড়ে নিতে হবে বা ব্রাশ করে নিতে হবে। এবার টানটান করে একটা পনিটেল বেঁধে নিতে হবে। যে গার্ডার দিয়ে পনিটেল বাঁধা হয়েছে এবার বাকি চুল উল্টোদিকে ঘুরিয়ে ফুলিয়ে নিয়ে গার্ডারের মধ্যে গুঁজে দিতে হবে। খোঁপা যাতে আঁটসাঁট হয় তার জন্য ববি পিনস ব্যবহার করতে হবে। এই পিন বা কাঁটা মাঝখানে গুঁজে খোঁপা টাইট করতে হবে। এবার বান ডোনাট আটকে দিতে হবে খোঁপায়। আর এটা আটকাতে হবে ইউ পিনস বা চুলের কাঁটা দিয়ে। সবশেষে এবার গজরা বা ফুলের মালা লাগানোর পালা। মালা খোঁপার চারপাশে ববি পিন দিয়ে আটকে দিতে হবে।
আরও পড়ুন - QR Code-র সাহায্যে ১২ ঘণ্টা আগেই এবার কাটা যাবে East West Metro-র টিকিট
করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ও দীপিকা পাড়ুকোনের (Depeeka Padukone) বিশেষ পছন্দ এই গজরা বান। প্রায়শই তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে এই রকম হেয়ার স্টাইল করতে দেখা যায়। শাড়ির সঙ্গে গজরা বান ভালোবাসেন ঐশ্বর্য রাই বচ্চনও (Aishwarya Rai Bachchan)।