হিল: প্রায় দুই থেকে তিন ইঞ্চি হিল পড়লে আপাতদৃষ্টিতে পা লম্বা হয়। হিল কাফ প্রসারিত করে এবং কাফের পেশিকে জোরালো করে। তাছাড়া মানানসই হিল পড়লে পা-কে লম্বা, চর্বিহীন এবং সেক্সি দেখতে লাগে। তবে হিল পড়ে যেন পা ব্যথা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই এমন হিল জুতোতে খরচ করা উচিত যা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ হয়।
advertisement
মন জয় করতে ছোট স্কার্ট: হাঁটুর প্রায় দুই থেকে তিন ইঞ্চি উপরে ছোট স্কার্ট হল সঠিক দৈর্ঘ্যের পোশাক যা উরুকে আড়াল করতে পারে। স্বল্প দৈর্ঘ্যের স্কার্ট পরলে হয় তো পা একটু বেশি দেখা যাবে, কিন্তু এতে আপাতভাবে লম্বা দেখতে লাগবে। এইভাবে পা-কে আরও সরু এবং আকর্ষণীয় করে তোলা যায় অন্যের চোখে।
আরও পড়ুন- ঠোঁট কালচে হয়ে যাচ্ছে? নরম তুলতুলে ওষ্ঠ পেতে ভরসা রাখুন ঘরোয়া উপায়গুলির উপর
টেপারড ওয়েস্টলাইন: টেপারড ওয়েস্টলাইন সহ শার্ট এবং জ্যাকেট ব্যবহার করলে খুব ভালো দেখতে লাগবে। তবে এমন স্টাইল করলে চলবে না যাতে কোমর পুরোপুরি আড়াল হয়ে যায়। বরং এই স্টাইলকে এমনভাবে ফোকাস করতে হবে যা কোমরের উপর জোর দেবে, তাতেই কোমর ছিপছিপে দেখাবে।
গাঢ় রঙ: ঘন গাঢ় রঙ সবসময়ে বোল্ড লুক দেয়। গাঢ় রঙ কার্ভের সমস্যা থেকে নজর ঘুরিয়ে দিতে পারে এবং সেক্ষেত্রে শরীরের বদলে মুখের দিকে নজর টেনে আনে। এছাড়াও, গাঢ় রঙের পোশাকে হালকা রঙের চেয়ে বেশি রোগা দেখায়।
আরও পড়ুন- চোখের মধ্যে রং ঢুকলেই বিপদ! হোলির আগেই জানুন কী ভাবে নিরাপদে রাখবেন অক্ষিযুগল
বুদ্ধি করে অ্যাক্সেসরিজ ব্যবহার: পোশাকের সঙ্গে মানানসই অ্যাক্সেসরিজ পরা খুবই গুরুত্বপূর্ণ। রোগা আকর্ষণীয় চেহারার জন্য নিতম্ব ঢাকতে পাতলা বেল্টের পরিবর্তে চওড়া বেল্ট ব্যবহার করতে হবে। পাতলা এবং ঝোলানো কানের দুল পরলে ঘাড় লম্বা দেখাবে। আবার চুল ছোট করে কাটলে মুখ আকর্ষণীয় হয়ে উঠবে এবং তা ঘাড়ও সরু দেখাতে সাহায্য করবে।