TRENDING:

Benefits of facial steaming : সপ্তাহে মাত্র এক বার বাষ্পের স্পর্শ, আপনার ত্বক থেকে দূরেই থাকবে বয়স

Last Updated:

Benefits of facial steaming : বয়সের ছাপ পড়তে দেয় না এই রূপটান৷ পাশাপাশি তৈরি করে কোলাজেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ত্বককে ডিটক্সিফাই (detoxification) করার ক্ষেত্রে ফেশিয়াল স্টিম বা মুখে বাষ্পের স্পর্শ দেওয়া খুবই জনপ্রিয় এবং আলোচিত এখন৷ রিল্যাক্সিং এই পদ্ধতি খুব সহজেই করা যায় বাড়িতে৷ ত্বকের উজ্জ্বলতা জন্য স্টিম খুব উপকারী৷ ফিল গুড অনুভূতির পাশাপাশি স্টিমিংয়ের ফলে পোরস উন্মুক্ত করে ত্বককে ঝলমলে করে তোলে স্টিমিং (facial steaming)৷ ফেসিয়াল স্টিমিং-এর অ্যান্টি এজিং উপকারিতা আছে৷ অর্থাৎ বয়সের ছাপ পড়তে দেয় না এই রূপটান (benefits of facial steaming)৷ পাশাপাশি তৈরি করে কোলাজেন৷
advertisement

প্রখ্যাত ত্বক বিশেষজ্ঞ ডক্টর নিকেতা সোনাভেন সম্প্রতি ফেশিয়াল স্টিমিং নিয়ে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন৷ এই রূপটান নিয়ে যাবতীয় নেতিবাচক ধারণা দূর করেছেন নিকেতা৷ এক কথায় বলেছেন, এই রূপচর্চা ত্বকের জন্য খুবই ভাল৷ তাঁর কথায়, ত্বকের পোরস বন্ধ হয়ে যাওয়া, ব্ল্যাক হেডস সরানো, মৃত কোষ ঝরিয়ে ফেলা এবং তৈলাক্ত সেবাম দূর করার মতো গুরুত্বূপূর্ণ কাজ করে সিরাম৷

advertisement

আরও পড়ুন : বাকি সব বাদ দিন, তৈলাক্ত ত্বকের যত্নে নিন সিরাম

দোকান থেকে নামী ব্র্যান্ডের সিরাম কিনুন৷ কী করে ব্যবহার করবেন? সে নির্দেশও দিয়েছেন নিকেতা৷ বলেছেন, প্রথমে ত্বক ডাবল ক্লিনঞ্জিং করতে হবে৷ তার পর হাতের আলতো স্পর্শে সিরাম লাগিয়ে দশ মিনিট ধরে মালিশ করতে হবে৷ এর পর আপনার ত্বকের উপযুক্ত ফেসপ্যাক দিন৷ ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন৷ হাতের কাছে ফেসপ্যাক না থাকলে চালের গুঁড়ো জলে ভিজিয়ে মিশ্রণ তৈরি করুন৷ সেই মিশ্রণ ব্যবহার করুন ফেসপ্যাক হিসেবে৷ একদম শেষে মুখে মাখুন অ্যালোভেরা জেল৷

advertisement

আরও পড়ুন : শীত এলেই চুল রুক্ষ হয়ে যায়? রোজ অনেক চুল উঠে যায়? মেনে চলুন এই ঘরোয়া রূপরুটিন

বাষ্প বা স্টিমের প্রভাবে ত্বকের ছিদ্রমুখ বা পোরস খুলে যায়৷ ডিপ ক্লিঞ্জিং হয়ে ত্বক ঝলমল করে৷ ব্ল্যাকহেডস নরম হয়ে যায়৷ ফলে স্ক্রাবিং-এর সময় সহজেই তুলে ফেলা যায়৷ নিয়মিত স্টিম নেওয়ার ফলে ব্লাড সার্কুলেশন মসৃণ হয়৷

advertisement

আরও পড়ুন : ফ্রায়েড রাইস রান্নার সময় কড়াইয়ের গায়ে চাল আটকে যায়? রইল মাস্টারশেফের সমাধান

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাড়িতে স্টিম নিলে চুলের ব্যাপারে সতর্ক হন৷ দেখবেন চুল যেন স্টিমের সংস্পর্শে না আসে৷ চোখ বন্ধ রাখবেন৷ মুখের কাছ থেকে স্টিমার-কে বেশ কয়েক ইঞ্চি দূরে রাখবেন৷ তবে অতিরিক্ত স্টিমিং ত্বককে শুষ্ক করে তোলে৷ তাই ৭ থেকে ৮ মিনিটের বেশি স্টিমিং করবেন না ৷ সপ্তাহে এক বার ফেশিয়াল স্টিমিং যথেষ্ট আপনার ত্বকের জন্য ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of facial steaming : সপ্তাহে মাত্র এক বার বাষ্পের স্পর্শ, আপনার ত্বক থেকে দূরেই থাকবে বয়স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল