গ্রিন টি-তে এমন উপাদান আছে, যার প্রভাবে সার্বিক স্বাস্থ্যের মতো ত্বকও উপকৃত হয়৷ ত্বকের বাড়তি তেল বার করে দিয়ে ত্বক প্রশমিত রাখে গ্রিন টি৷ একটা গ্রিন টি-র ব্যাগ নিয়ে ফুটন্ত জলে ফেলুন৷ ঠান্ডা হওয়ার পর এর সঙ্গে মেশান আলুর রস৷ তার পর কটন প্যাড বা কটন বল দিয়ে এই মিশ্রণ ভাল করে মেখে নিন মুখে৷ রাতে আপনার মুখে এই পরশ থাকুক৷ পরের দিন সকালে ভাল করে মুখ ধুয়ে ফেলুন৷
advertisement
আরও পড়ুন : এই ফল ও সব্জিগুলির খোসা না ফেলে ব্যবহার করুন, উপকার পাবেন নানা দিকে
কাঁচা দুধ অতুলনীয় অ্যান্টি ট্যানার৷ হলুদের অ্যান্টি সেপ্টিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ত্বক উজ্জ্বল রাখে৷ একটি মিক্সিং পাত্রে দুধ ও হলুদ মেশান৷ এ বার আঙুলের ডগায় মিশ্রণটি মাখুন মুখে, ঘাড়ে ও গলায়৷ সারা রাত রাখার পর সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন৷ সপ্তাহে অনন্ত ৩ থেকে ৪ দিন এই নিয়ম মানুন৷
আরও পড়ুন : কুমড়োর বীজ ফেলে দেন? হারাচ্ছেন আপনার হৃদযন্ত্রের সুস্বাস্থ্য
এক চা চামচ ডেয়ারি ক্রিম নিন৷ তাতে মেশান চা চামচের এক চতুর্থাংশ ভর্তি লেবুর রস৷ এই মিশ্রণ রাতভর রাখুন মুখের ত্বকে৷ সকালে ঠান্ডা জলে ধুয়ে নিন৷ ক্রিমের ফ্যাটি অ্যাসিড আপনার ত্বককে হাইড্রেট করে ৷ লেবুর ব্লিচিং গুণ ত্বক থেকে সবরকম দাগ মুছে দেয়৷
আরও পড়ুন : প্রাকৃতিক ভাবে নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস, কী ভাবে বানাতে হয় দারচিনি জল?
উজ্জ্বল ও টোনড ত্বকের জন্য টোম্যাটো খুবই কার্যকর৷ একটা মাঝাারি মাপের টোম্যাটোর সঙ্গে মেশান কিছুটা কাঁচা দুধ৷ দুধ ও টোম্যাটো মিশিয়ে একটা পেস্টও তৈরি করতে পারেন৷ সারা রাত এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখার পর সকালে ধুয়ে ফেলুন ঠান্ডা জলে৷