একদিকে যেমন বেড়েছে মূর্তি তৈরির খরচ তেমনই বেড়েছে মূর্তির দাম। ২০০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সুসজ্জিত লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি হচ্ছে তবে ক্রেতার দেখা নেই। অক্ষয় তৃতীয়ায় কার্যত বাজারে মন্দা বলেই দাবি প্রতিমা শিল্পীদের।
আরও পড়ুন: হার্টের শিরা ‘ব্লক’ হয়ে গেলেই… দেখা দেয় এই ‘৫’ লক্ষণ, সাবধান! হালকা নেবেন না একদম, নইলে!
advertisement
আরও পড়ুন: ১টি টিকিটে কত টাকা ‘লাভ’ করে ভারতীয় রেল…? শুনলেই চমকাবেন ‘উত্তরে’!
অক্ষয় তৃতীয়ার দু-তিন দিন আগেই কৃষ্ণনগরের বিভিন্ন রাস্তায় রাস্তায় লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে বসে থাকেন মৃৎশিল্পী থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীরা। তবে এবছর সেই অর্থে বিক্রি হচ্ছে না ঘূর্ণির এই সমস্ত বিখ্যাত মাটির মূর্তিগুলি। রাত পোহালেই অক্ষয় তৃতীয়া। আকাশের মুখ ভার, যে কোনও মুহূর্তে নামতে পারে বৃষ্টি। তা সত্ত্বেও অতি কষ্টে খোলা আকাশের নীচে মৃৎশিল্পীরা নিয়ে বসে আছেন, তাঁদের বানানো মূর্তি নিয়ে কিছু বিক্রির আশায়।