TRENDING:

Essential oils in haircare : চুল শুধু ঝরছেই?নতুন চুল জন্মাচ্ছে না? সমাধান তেলের নির্যাসে

Last Updated:

Essential oils in haircare : নতুন চুল গজায় না বলে মনে হয় চুল পাতলা হয়ে যাচ্ছে৷ তাই চুল পড়া আটকানোর পাশাপাশি যত্ন নিতে নতুন চুল জন্মানোর দিকেও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চুল উঠে যাওয়া (hair fall) ইদানীং সব ঘরেই কমবেশি চিন্তার কারণ৷ আমরা যতই চেষ্টা করি না কেন, নির্দিষ্ট পরিমাণ চুল রোজই উঠবে৷ চুল পড়ে যাওয়ার সঙ্গে যদি সমান হারে চুল জন্মাতেও (hair regrowth) থাকে, তাহলে সমস্যা থাকে না৷ কিন্তু নতুন চুল গজায় না বলে মনে হয় চুল পাতলা হয়ে যাচ্ছে৷ তাই চুল পড়া আটকানোর পাশাপাশি যত্ন নিতে নতুন চুল জন্মানোর দিকেও৷ তাহলে ভারসাম্য ঠিক থাকবে৷
২। মাথার চুল পাতলা হয়ে যাওয়া বা খুশকির সমস্যায় অনেকেই ভোগেন। নারকেল তেলের সঙ্গে কর্পূর এসেনসিয়াল অয়েল মিশিয়ে চুলে মাখতে হবে। সারা রাত রাখার পর সকালে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে চুল। এতে যেমন চুল ঝরার পরিমাণ কমবে, তেমনই এটি খুশকির সমস্যা কমাতেও সাহায্য করবে।
২। মাথার চুল পাতলা হয়ে যাওয়া বা খুশকির সমস্যায় অনেকেই ভোগেন। নারকেল তেলের সঙ্গে কর্পূর এসেনসিয়াল অয়েল মিশিয়ে চুলে মাখতে হবে। সারা রাত রাখার পর সকালে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে চুল। এতে যেমন চুল ঝরার পরিমাণ কমবে, তেমনই এটি খুশকির সমস্যা কমাতেও সাহায্য করবে।
advertisement

আরও পড়ুন : রাতে বেশি ক্ষণ ঘুমোন না? আক্রান্ত হতে পারেন ডায়াবেটিসে

নতুন চুল না গজানোর সমস্যায় আপনার বন্ধু হতে পারে এসেনশিয়াল অয়েল (Essential oil )৷ স্ক্যাল্পের সমস্যা দূর করে নতুন চুল জন্মাতে সহায়ক এসেনশিয়াল অয়েল৷ তবে ব্যবহারের আগে সব সময় বেসিক অয়েলের সঙ্গে মিশিয়ে পাতলা করে নেবেন এসেনশিয়াল অয়েল৷ ত্বক এবং চুল, দু’টি ক্ষেত্রেই এই নিয়ম অনুসরণ করবেন৷ বেসিক অয়েল বা ক্যারিয়ার অয়েলও বাছতে হবে আপনার চুলের ধরন অনুযায়ী৷ যদি স্ক্যাল্প শুষ্ক হয়, তবে বেছে নিন গ্রেপসিড অথবা আমন্ড অয়েল৷ যদি স্ক্যাল্প অত্যন্ত শুষ্ক হয়, তাহলে ব্যবহার করতে হবে আরও ভারী তেল, যেমন নারকেল তেল৷

advertisement

এ বার দেখে নেওয়া যাক নতুন চুল জন্মানোর জন্য কী ধরনের এসেনশিয়াল অয়েল প্রয়োজন৷

আরও পড়ুন : নেটসিরিজে আসক্তি থেকে নিশাচর হয়ে পড়েছেন? এই অভ্যাস পাল্টাতে পারবেন তো?

পিপারমিন্ট

এই নির্যাসের এসেনশিয়াল অয়েলের দৌলতে স্ক্যাল্পে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়৷ ফলে হেয়ার ফলিকলস আরও মজবুত হয়৷ বেশি সংখ্যায় চুল জন্মায়৷

advertisement

রোজমেরি

এসেনশিয়াল অয়েলের রোজমেরি নির্যাস মূলত চুলের ঘনত্ব বৃদ্ধি করে৷ সেইসঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করে৷ গবেষণা বলছে, মাইনোক্সিডিলের মতো নতুন চুল জন্মানোর ক্ষেত্রে কার্যকর রোজমেরি এসেনশিয়াল অয়েল৷ এমনকি, মাইনোক্সিডিলের তুলনায় রোজমেরি অয়েলের পার্শ্বপ্রতিক্রিয়াও কম৷

আরও পড়ুন : এই নিয়মগুলি মেনে চলুন, ঘুমিয়ে ঘুমিয়েও আপনার ওজন কমবে

থাইম

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

সময়ের তুলনায় আগে বুড়িয়ে যাওয়া, চুল পড়ে যাওয়ার পিছনে দায়ী করা হয় ইনফ্লেমেশনকে৷ গবেষণায় দাবি, থাইম-এ আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপকরণ৷ ফলে চুল পড়া কমে৷ নতুন চুল জন্মায়৷ থাইম এসেনশিয়াল অয়েল ত্বকের গভীরে প্রবেশ করে হেয়ার ফলিকলসে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়৷ ফলে চুল পড়ার সমস্যা কমে যায় এবং নতুন চুল জন্ম নেয়৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Essential oils in haircare : চুল শুধু ঝরছেই?নতুন চুল জন্মাচ্ছে না? সমাধান তেলের নির্যাসে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল