TRENDING:

Viral Mango Drink: মরশুম শেষেও বাজার মাতাচ্ছে আমের এই পানীয়! একবার চেখে দেখতেই পারেন

Last Updated:

কোচবিহার সদর শহরের বুকে এক নতুন পানীয় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খাঁটি আম ও খাঁটি দুধের পুষ্টি পাওয়া যাচ্ছে এই ঠান্ডা পানি এর মধ্যে। তাইতো সন্ধ্যে নামলেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই পানীয়ের খোঁজে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: সুস্বাদু ও রসালো পাকা আম খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর সেই সুস্বাদু পাকা আম দিয়ে যদি তৈরি করা হয় ঠান্ডা পানীয়। তবে তো কোন কথাই নেই। ৮ থেকে ৮০ সকলের মন জয় করতে পারে সেই পানীয়। ইতিমধ্যেই আমের মরসুম প্রায় শেষের পথে। তবে বর্তমানে কিন্তু কোচবিহার সদর শহরের বুকে এক নতুন পানীয় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খাঁটি আম ও খাঁটি দুধের পুষ্টি পাওয়া যাচ্ছে এই ঠান্ডা পানি এর মধ্যে। তাইতো সন্ধ্যে নামলেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই পানীয়ের খোঁজে।
advertisement

আরও পড়ুনঃ খোলা না বেঁধে- কীভাবে চুল রেখে ঘুমাবেন? জানুন সঠিক নিয়ম! নাহলে হতে পারে ব্রেনের ক্ষতি!

দোকানের কর্ণধার মেহবা খুশবু জানান, “খুব সম্প্রতি তিনি এই দোকান শুরু করেছেন কোচবিহারের বুকে। সদর শহরের সাগরদিঘি সংলগ্ন এলাকায় তাঁর দোকান ইতিমধ্যেই অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় রয়েছে তাঁর দোকানের মধ্যে। তবে বর্তমানে আমের মরসুম থাকার কারণে আমের একটি বিশেষ ঠান্ডা পানীয় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই বিশেষ ঠান্ডা পানীয়ের নাম “ম্যাংগো মিল্ক সেক”। মাত্র ৬০ টাকা প্রতি গ্লাস দামে পাওয়া যাচ্ছে এই ঠান্ডা পানীয়। তাইতো বহু মানুষ হয়ে জমাচ্ছেন এই ঠান্ডা পানীয়ের স্বাদ নিতে।”

advertisement

তিনি আরও জানান, “একটি সম্পূর্ণ পাকা আম, বেশ কিছুটা খাঁটি দুধ, এবং বিভিন্ন ধরনের মসলার সহযোগে এই ঠান্ডা পানীয় তৈরি করা হচ্ছে। এবং গ্লাসের উপরে দেওয়া হচ্ছে পেস্তা বাদাম ও চেরি। যার ফলে এই পানীয়ের গ্লাসটি দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।” দোকানের এক গ্রাহক কাজল কুমার নন্দী জানান, “দাম অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাওয়ার দেওয়া হচ্ছে এই পানীয়ের মধ্যে। ফলে ছোট থেকে বড় সকলেই এই পানীয়ের স্বাদ নিতে পারবে। এছাড়া এই পানীয় কিন্তু বর্তমান সময়ে বহু মানুষের কাছে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে।”

advertisement

View More

মরসুম শেষে এই পানীয় আর পাওয়া যাবে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে একাধিক। তবে দোকানের কর্ণধারের দাবী মরসুম শেষেও তিনি এই পানীয় একই রকম ভাবে বিক্রি করবেন দোকানের মধ্যে। দোকানের বিক্রি প্রায় ৯০ শতাংশ এই পানীয় একাই দখল করে রয়েছে। তাই তো এই পানীয় হাতছাড়া করতে চাইছেন না দোকানের কর্ণধার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুতনিতে DYFI-এর উদ্যোগে চালু হল বিনামূল্যে পাঠশালা, বন্যা দুর্গতদের পাশে বামফ্রন্ট
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Mango Drink: মরশুম শেষেও বাজার মাতাচ্ছে আমের এই পানীয়! একবার চেখে দেখতেই পারেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল