কানে ময়লা জমতে শুরু করলে স্বাভাবিক ভাবেই শ্রবণ ক্ষমতা হ্রাস পেতে থাকে। তাই কানের ময়লা পরিষ্কার করা আবশ্যক। কিন্তু ময়লা পরিষ্কার করার সময় তীক্ষ্ণ কিছু ব্যবহার করলে কানের পর্দা এবং ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার অনেকেই ভাবেন কান পরিষ্কার করার জন্য কটন বাডস অত্যন্ত নিরাপদ। এটা একেবারেই ভুল ধারণা। কারণ তুলো কানের ভিতরের অংশের জন্য কখনও কখনও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাহলে উপায়? সাবধানে নিরাপদে কানের ময়লা পরিষ্কার করার অনেক উপায় রয়েছে। সেগুলি বলব, তবে তার আগে জেনে নেওয়া যাক, কানে ময়লা জমলে তা বোঝার উপায়।
advertisement
আরও পড়ুন– বছরে মেলে মাত্র ১০-১২ দিন! এই ফলের ঔষধি গুণ জানলে অবাক হয়ে যাবেন
কানে ময়লা হলে যেসব লক্ষণ প্রকাশ পায়, সেগুলি নিম্নোক্ত:
কানে অতিরিক্ত ময়লা জমলে শ্রবণ ক্ষমতা কমতে শুরু করে।
কানে সাঁই সাঁই শব্দ হতে থাকে।
কানে বারবার চুলকানি হতে পারে।
কানে জ্বালা কিংবা প্রদাহ হতে পারে।
আরও পড়ুন– খুব বেশি খরচ করতে হবে না, ১৫ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন নজরকাড়া এই সব ৫জি ফোন
কানের ময়লা পরিষ্কার করার উপায়
বেকিং সোডা: এর জন্য বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। আধ কাপ হালকা গরম জলে আধ চা-চামচ বেকিং সোডা মিশিয়ে একটি ড্রপার বোতলে ভরে নিতে হবে। এর পর এক বারে ৫ থেকে ১০ ফোঁটা কানে দিতে হবে এবং ঘণ্টাখানেক পরে পরিষ্কার জল দিয়ে কানটা ধুয়ে ফেলতে হবে।
ইয়ারওয়্যাক্স ড্রপ: কানের ময়লা দূর করার জন্য এটি প্রথমে নরম করা প্রয়োজন। এর জন্য ইয়ারওয়্যাক্স ড্রপ ব্যবহার করতে হবে। বাজারে অনেক ইয়ারওয়্যাক্স ড্রপ পাওয়া যাবে। এটি কমপক্ষে ৫-৭ দিন ব্যবহার করতে হবে। এতে কানে জমে থাকা ময়লা দূর হবে।
চিকিৎসকের কাছে যাওয়া: এই পদ্ধতি অবলম্বন করার পরেও যদি কানের ময়লা দূর না হয়, তাহলে ডাক্তার দেখাতে হবে। তাঁরা অনেক সহজ উপায়ে কান পরিষ্কার করে দিতে পারবেন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন