Best 5G phone under Rs 15000: খুব বেশি খরচ করতে হবে না, ১৫ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন নজরকাড়া এই সব ৫জি ফোন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
ভারতে চালু হয়ে গিয়েছে ৫জি পরিষেবা। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বাজারে উপস্থিত সেরা কয়েকটি ৫জি ফোন, যার দাম ১৫,০০০ টাকার নীচে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
Vivo T2x - এই ফোনের দাম শুরু ১২,৯৯৯ টাকা থেকে। Vivo-র সম্পূর্ণ নতুন T2x হল ব্র্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোনগুলির মধ্যে একটি। এটি একটি মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট দ্বারা চালিত এবং তিনটি বিকল্পে আসে। Vivo ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এন্ট্রি লেভেল সংস্করণ লঞ্চ করেছে। T2x ফোন একটি মেরিন ব্লু সহ তিনটি আকর্ষণীয় রঙের বিকল্পে পাওয়া যায়। ডিভাইসটিতে একটি ৬.৫৮ FHD+ ডিসপ্লে এবং একটি ৮ MP সেলফি শ্যুটার ছাড়াও, একটি ৫০ MP প্রাইমারি লেন্স রয়েছে৷ এই ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৫০০০ mAh ব্যাটারি।
advertisement
POCO M4 Pro 5G- এই ফোনের দাম শুরু ১৪,৯৯৯ টাকা থেকে। ১৫ হাজার টাকার নিচের সবচেয়ে শক্তিশালী ফোনের মধ্যে এটি একটি। এই ফোনে একটি MediaTek Dimensity ৮১০ প্রসেসর রয়েছে। এই ফোনে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি। M4 Pro 5G POCO ফোনে একটি ৫০MP প্রাইমারি লেন্স এবং একটি ৮MP আল্ট্রা-ওয়াইড শ্যুটার সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে৷