Best 5G phone under Rs 15000: খুব বেশি খরচ করতে হবে না, ১৫ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন নজরকাড়া এই সব ৫জি ফোন

Last Updated:
ভারতে চালু হয়ে গিয়েছে ৫জি পরিষেবা। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বাজারে উপস্থিত সেরা কয়েকটি ৫জি ফোন, যার দাম ১৫,০০০ টাকার নীচে।
1/11
ভারতে চালু হয়ে গিয়েছে ৫জি পরিষেবা। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বাজারে উপস্থিত সেরা কয়েকটি ৫জি ফোন, যার দাম ১৫,০০০ টাকার নীচে।
ভারতে চালু হয়ে গিয়েছে ৫জি পরিষেবা। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বাজারে উপস্থিত সেরা কয়েকটি ৫জি ফোন, যার দাম ১৫,০০০ টাকার নীচে।
advertisement
2/11
Realme 9i 5G -এই ফোনের দাম শুরু ১৪,৯৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে ৮১০ ডাইমেনসিটি ৫জি চিপসেট। এতে রয়েছে ৬.৬ ইঞ্চির FHD ডিসপ্লে এবং ৯০ Hz রিফ্রেশ রেট। এটি ৮.১ মিমি পাতলা এবং এর ওজন ১৯০ গ্রামের কম।
Realme 9i 5G -এই ফোনের দাম শুরু ১৪,৯৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে ৮১০ ডাইমেনসিটি ৫জি চিপসেট। এতে রয়েছে ৬.৬ ইঞ্চির FHD ডিসপ্লে এবং ৯০ Hz রিফ্রেশ রেট। এটি ৮.১ মিমি পাতলা এবং এর ওজন ১৯০ গ্রামের কম।
advertisement
3/11
এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh ব্যাটারি। এতে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যাতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স ব্যবহার করা হয়েছে।
এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh ব্যাটারি। এতে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যাতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স ব্যবহার করা হয়েছে।
advertisement
4/11
 Redmi 11 5G - এই ফোনের দাম শুরু ১৩,৯৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ৭১০ ডাইমেনসিটি ৫জি চিপসেট। এতে রয়েছে ৬.৫৮ ইঞ্চির FHD+ ডিসপ্লে (২০৪০ x ১০৮০ পিক্সেল) এবং ৯০ Hz রিফ্রেশ রেট। এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh ব্যাটারি। এতে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Redmi 11 5G - এই ফোনের দাম শুরু ১৩,৯৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ৭১০ ডাইমেনসিটি ৫জি চিপসেট। এতে রয়েছে ৬.৫৮ ইঞ্চির FHD+ ডিসপ্লে (২০৪০ x ১০৮০ পিক্সেল) এবং ৯০ Hz রিফ্রেশ রেট। এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh ব্যাটারি। এতে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
advertisement
5/11
Samsung Galaxy F14 5G - এই ফোনের দাম শুরু ১৪,৪৯০ টাকা থেকে। এই ফোনে রয়েছে একটি ৫nm প্রসেসর যা Exynos ১৩৩০ চিপসেট দ্বারা চালিত। এতে রয়েছে ৬.৬ ইঞ্চির FHD+ ডিসপ্লে (২০৪০ x ১০৮০ পিক্সেল) এবং ৯০ Hz রিফ্রেশ রেট।
Samsung Galaxy F14 5G - এই ফোনের দাম শুরু ১৪,৪৯০ টাকা থেকে। এই ফোনে রয়েছে একটি ৫nm প্রসেসর যা Exynos ১৩৩০ চিপসেট দ্বারা চালিত। এতে রয়েছে ৬.৬ ইঞ্চির FHD+ ডিসপ্লে (২০৪০ x ১০৮০ পিক্সেল) এবং ৯০ Hz রিফ্রেশ রেট।
advertisement
6/11
 এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh ব্যাটারি। এতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স।
এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh ব্যাটারি। এতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স।
advertisement
7/11
iQOO Z6 Lite 5G - এই ফোনের দাম শুরু ১৩,৯৯৯ টাকা থেকে। এই ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 4 Gen 1 প্রসেসর। এই ফোন দুটি বিকল্পে পাওয়া যাচ্ছে। এর মধ্যে একটি হল ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি মেমোরি। আরেকটি হল ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি মেমোরি। এতে রয়েছে ১২০Hz FHD+ ডিসপ্লে।
iQOO Z6 Lite 5G - এই ফোনের দাম শুরু ১৩,৯৯৯ টাকা থেকে। এই ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 4 Gen 1 প্রসেসর। এই ফোন দুটি বিকল্পে পাওয়া যাচ্ছে। এর মধ্যে একটি হল ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি মেমোরি। আরেকটি হল ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি মেমোরি। এতে রয়েছে ১২০Hz FHD+ ডিসপ্লে।
advertisement
8/11
এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh ব্যাটারি। এতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। এই ফোনের হুডের নিচে একটি শক্তিশালী ৫০০০ mAh ব্যাটারি থাকা সত্ত্বেও, এই ডিভাইসটি মাত্র ৮.২৫ মিমি পাতলা।
এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh ব্যাটারি। এতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। এই ফোনের হুডের নিচে একটি শক্তিশালী ৫০০০ mAh ব্যাটারি থাকা সত্ত্বেও, এই ডিভাইসটি মাত্র ৮.২৫ মিমি পাতলা।
advertisement
9/11
iQOO দাবি করে যে এর ব্যাটারি ইউটিউবে একটানা ১৮.৫ ঘণ্টা ভিডিও প্লেব্যাক সাপোর্ট করতে পারে বা 8 ঘন্টার বেশি গেম খেলা যায় এই ফোনে। এই ফোনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে একটি ৫০MP প্রাইমারি লেন্স।
iQOO দাবি করে যে এর ব্যাটারি ইউটিউবে একটানা ১৮.৫ ঘণ্টা ভিডিও প্লেব্যাক সাপোর্ট করতে পারে বা 8 ঘন্টার বেশি গেম খেলা যায় এই ফোনে। এই ফোনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে একটি ৫০MP প্রাইমারি লেন্স।
advertisement
10/11
 Vivo T2x - এই ফোনের দাম শুরু ১২,৯৯৯ টাকা থেকে। Vivo-র সম্পূর্ণ নতুন T2x হল ব্র্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোনগুলির মধ্যে একটি। এটি একটি মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট দ্বারা চালিত এবং তিনটি বিকল্পে আসে। Vivo ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এন্ট্রি লেভেল সংস্করণ লঞ্চ করেছে। T2x ফোন একটি মেরিন ব্লু সহ তিনটি আকর্ষণীয় রঙের বিকল্পে পাওয়া যায়। ডিভাইসটিতে একটি ৬.৫৮ FHD+ ডিসপ্লে এবং একটি ৮ MP সেলফি শ্যুটার ছাড়াও, একটি ৫০ MP প্রাইমারি লেন্স রয়েছে৷ এই ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৫০০০ mAh ব্যাটারি।
Vivo T2x - এই ফোনের দাম শুরু ১২,৯৯৯ টাকা থেকে। Vivo-র সম্পূর্ণ নতুন T2x হল ব্র্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোনগুলির মধ্যে একটি। এটি একটি মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট দ্বারা চালিত এবং তিনটি বিকল্পে আসে। Vivo ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এন্ট্রি লেভেল সংস্করণ লঞ্চ করেছে। T2x ফোন একটি মেরিন ব্লু সহ তিনটি আকর্ষণীয় রঙের বিকল্পে পাওয়া যায়। ডিভাইসটিতে একটি ৬.৫৮ FHD+ ডিসপ্লে এবং একটি ৮ MP সেলফি শ্যুটার ছাড়াও, একটি ৫০ MP প্রাইমারি লেন্স রয়েছে৷ এই ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৫০০০ mAh ব্যাটারি।
advertisement
11/11
 POCO M4 Pro 5G- এই ফোনের দাম শুরু ১৪,৯৯৯ টাকা থেকে। ১৫ হাজার টাকার নিচের সবচেয়ে শক্তিশালী ফোনের মধ্যে এটি একটি। এই ফোনে একটি MediaTek Dimensity ৮১০ প্রসেসর রয়েছে। এই ফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি। M4 Pro 5G POCO ফোনে একটি ৫০MP প্রাইমারি লেন্স এবং একটি ৮MP আল্ট্রা-ওয়াইড শ্যুটার সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে৷
POCO M4 Pro 5G- এই ফোনের দাম শুরু ১৪,৯৯৯ টাকা থেকে। ১৫ হাজার টাকার নিচের সবচেয়ে শক্তিশালী ফোনের মধ্যে এটি একটি। এই ফোনে একটি MediaTek Dimensity ৮১০ প্রসেসর রয়েছে। এই ফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি। M4 Pro 5G POCO ফোনে একটি ৫০MP প্রাইমারি লেন্স এবং একটি ৮MP আল্ট্রা-ওয়াইড শ্যুটার সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে৷
advertisement
advertisement
advertisement