TRENDING:

Darjeeling: পাহাড়ের ঠিক এই জায়গায় দাঁড়ালে পায়ের নিচে মেঘের ভেলা! ঠিকানা জেনে ছুটি কাটিয়ে আসুন

Last Updated:

Darjeeling Trip: পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে কার্শিয়াংয়ের আগে রোহিনীর সিরবাড়ি এলাকার এই ভিউ পয়েন্ট। পাহাড়ের কোলে চারিদিকে প্রকৃতির মাঝে এই জায়গায় এলে আপনার পায়ের নিচে ভাসবে মেঘ যেন কিছুক্ষণের জন্য মনে হবে আপনি মেঘের উপরে দাঁড়িয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: পাহাড় মানেই সকলের কাছে একটা আবেগ, তাই তো ছুটি হোক বা উইকেন্ড একটু সুযোগ পেলেই পাহাড়ে ছুটে আসে পাহাড়প্রেমীরা। বর্তমানে পাহাড়ের এই জায়গায় দাঁড়িয়ে আপনার চোখের সামনে ভেসে উঠবে সারি সারি সবুজে ঘেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য। দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ের এই জায়গায় এলে নিমেষেই মন ভাল হবে আপনার।
advertisement

বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে কার্শিয়াংয়ের আগে রোহিনীর সিরবাড়ি এলাকার এই ভিউ পয়েন্ট। পাহাড়ের কোলে চারিদিকে প্রকৃতির মাঝে এই জায়গায় এলে আপনার পায়ের নিচে ভাসবে মেঘ যেন কিছুক্ষণের জন্য মনে হবে আপনি মেঘের উপরে দাঁড়িয়ে। বর্তমানে দার্জিলিংয়ের বুকে কার্শিয়াং পাহাড়ের কোলে গড়ে ওঠা এই জায়গায় ভিড় জমাচ্ছে পর্যটকেরা।

advertisement

আরও পড়ুনঃ মলদ্বীপে রুপে কার্ড চালুর চুক্তি স্বাক্ষর ভারতের, অবশেষে প্রেসিডেন্ট মুইজ্জুর আমন্ত্রণ স্বীকার করলেন মোদি

পর্যটকদের আকর্ষণের জন্য বর্তমানে এই জায়গায় তৈরি করা হয়েছে ‘আই লভ কার্শিয়াং’, যেখানে দাঁড়িয়ে পর্যটকেরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত থাকে হামেশাই। দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ের আগে পাহাড়ের কোলে এই ভিউ পয়েন্টে না দাঁড়ালেই বড় মিস। পর্যটকদের জন্য এই জায়গায় তৈরি হয়েছে একটি রেস্টুরেন্ট যেখানে বসে গরম গরম দার্জিলিং চা হাতে মোমো খেতে খেতে শান্ত শীতল আবহাওয়ায় পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ। এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে দিকে তাকাবেন, সেদিকেই সবুজে ঘেরা পাহাড় আপনাকে হাতছানি দেবে। রাতের অন্ধকারে জোনাকির মতো জ্বলতে থাকা শহর শিলিগুড়িরকে দু’চোখ ভরে দেখতে পাবেন আপনি।

advertisement

View More

আরও পড়ুনঃ ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় এই কয়েকটি কাজ ভুলেও নয়! ভাই-দাদার মঙ্গলের জন্য জানুন সঠিক পদ্ধতি

আপনি চাইলে এখানে থেকে কার্শিয়াং শহর, ডাউহিল, পাইন ফরেস্ট, হনুমান টক-সহ বিভিন্ন জায়গার দর্শন করতে পারেন। এ প্রসঙ্গে স্থানীয় কুন্দন ছেত্রী বলেন পর্যটকদের আকর্ষণের জন্য এই ভিউ  পয়েন্টে তৈরি হয়েছে আই লাভ কার্শিয়াং যেখানে প্রতিনিয়ত দার্জিলিং যাওয়ার পথে পর্যটকেরা এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে মোমো খেতে খেতে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে। পাহাড়ের কোলে এই জায়গা বর্তমানে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Darjeeling: পাহাড়ের ঠিক এই জায়গায় দাঁড়ালে পায়ের নিচে মেঘের ভেলা! ঠিকানা জেনে ছুটি কাটিয়ে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল