মাঝেমধ্যেই বিদেশি পর্যটকের দেখা মেলে ঝাড়গ্রামে। কিন্তু তাঁরা সরাসরি ঝাড়গ্রাম আসতে পারেন না। কোনও সংস্থার মাধ্যমে বুকিং করে তারপরে ঝাড়গ্রাম বেড়াতে আসেন। সেই সমস্যা দূর করার জন্য ঝাড়গ্রাম রাজবাড়ি, ঝাড়গ্রাম প্যালেস নামের অতিথিশালাকে হেরিটেজ হোটেলে পরিণত করতে চাইছে। তার জন্য তারা ভারত সরকারের পর্যটন দফতরেও আবেদন করতে চলেছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুলিশের ছাড়পত্র। পুলিশের ছাড়পত্র না থাকায় ভারত সরকারের সংশ্লিষ্ট পর্যটন দফতরে হেরিটেজ হোটেলের মর্যাদা পাওয়ার জন্য আবেদন করতে পারছে না ঝাড়গ্রাম রাজবাড়ি।
advertisement
আরও পড়ুন : উধাও ব্রণ, মাখনের মতো ত্বক, পুজোর আগে ফুটফুটে সুন্দরী হতে চুমুক দিন এই সবুজ রসে
ঝাড়গ্রাম রাজপরিবারের সদস্য বিক্রমাদিত্য মল্লদেব বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে পর্যটনের উন্নয়নের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ করে চলেছেন। সারা বছরই রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক ঝাড়গ্রাম বেড়াতে আসছেন। বিদেশি পর্যটকরা যাতে সরাসরি ঝাড়গ্রাম আসতে পারেন তার জন্য ভারত সরকারের সংশ্লিষ্ট দফতরে আমরা হেরিটেজ হোটেলের মর্যাদা পাওয়ার জন্য আবেদন করতে চাই। কিন্তু পুলিশের ছাড়পত্র না থাকার কারণে আমরা সেই আবেদন করতে পারছি না।”
ঝাড়গ্রাম রাজবাড়ির অতিথিশালা হেরিটেজ হোটেল হয়ে গেলে বিদেশি পর্যটকরা বিদেশ থেকেই সরাসরি বুকিং করে চলে আসতে পারবেন ঝাড়গ্রামে। ফলে পর্যটন মানচিত্রে আরও গুরুত্ব বাড়বে ঝাড়গ্রামের।