বিনুনি দিয়েই তৈরি হবে ফুল (Floral Hairstyle):
মাথার উপরের ক্রাউন এরিয়ার দিক থেকে অল্প করে এক গোছা চুল নিয়ে নিতে হবে।
তার পর স্বল্প ডান পাশে সরিয়ে চুলের গোছাটাকে প্যাঁচাতে থাকতে হবে।
এ-বার প্যাঁচানো অংশটার চুলগুলোকে হালকা হালকা করে আলগা করে নিতে হবে।
এর পর গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচানো চুলের গোছাটাকে ঠিক মাঝখানে চুলের কাঁটা দিয়ে আটকে দিতে হবে।
advertisement
এ-বার ফুলের আকারের চুলের গোছাটা থেকে অল্প অল্প চুল আলগা করে অনেকটা পাপড়ির মতো আকার দিতে হবে।
এর পর চাইলে ছেড়ে রাখা বাকি চুল হালকা করে কার্ল করা যেতে পারে।
রেট্রো ছোঁয়া (Retro Hairstyle):
চুলের মাঝখান দিয়ে পার্টিং করে নিতে হবে।
এর পর ঘাড়ের পিছন দিক থেকে ডাচ স্টাইল বিনুনি বা ডাচ ব্রেডিং করতে হবে।
এ-বার তা যেখান থেকে শুরু করা হয়েছে, সেখানেই ফিরিয়ে আনতে হবে মাথার বাম পাশ দিয়ে ঘুরিয়ে।
এর পর বিনুনির একেবারে শেষ প্রান্ত ভাল করে বিনুনির নিচের দিকে আটকে নিতে হবে। যাতে বাইরে থেকে তা দেখা না-যায়।
সব শেষে একটি ববি পিন দিয়ে নতুন এই হেয়ারস্টাইল আটকে নিতে হবে। এতে অসাধারণ একটা রেট্রো লুক চলে আসবে। এমনকী আলিয়া ভাট (Alia Bhatt), সোনম কাপুর (Sonam Kapoor Ahuja) এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) মতো সুপারস্টাইলিশ অভিনেত্রীরা এই হেয়ার স্টাইল বহু বার ফ্লন্ট করেছেন।
আরও পড়ুন আলতা পায়ে লুকিয়ে রয়েছে চরম যৌবনের হাতছানি! শুধু বেছে নিতে হবে সঠিক ডিজাইন...
নিচু করে বাঁধা স্টাইলিশ ছোট্ট খোঁপা (Chignon Hairstyle):
এই ধরনের হেয়ার স্টাইলকে শিনন হেয়ার স্টাইল (Chignon Hairstyle) বলা হয়। প্রথমে চুলটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে।
এ-বার একেবারে পিছনের দিকে একটু নিচু করে একটা শক্তপোক্ত পনিটেল বাঁধতে হবে।
পনিটেলের শেষ অংশটাও একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিতে হবে।
এর পর দুদিক দিয়ে বাঁধা পনিটেলটাকে ভিতর দিক দিয়ে মুড়ে খোঁপার শেপ দিয়ে কাঁটার সাহায্যে আটকে নিতে হবে।
খোঁপা তৈরি হয়ে গেলে তাতে ইচ্ছে মতো হেয়ার অ্যাকসেসরি কিংবা তাজা ফুল আটকে নেওয়া যাবে।
আর চুল যাতে উস্কোখুস্কো না-হয়ে যায়, তার জন্য হেয়ার স্প্রে ব্যবহার করতে হবে।