TRENDING:

Dual flush toilets : কোন বিশেষ কারণে কমোডের সিস্টার্নে বড় ও ছোট বোতাম থাকে জানেন?

Last Updated:

Dual flush toilets : দু’টি বোতামই এক্সিট ভালভের সঙ্গে যুক্ত৷ ডুয়াল ফ্লাশিং ব্যবস্থার উদ্দেশ্য হল জল সংরক্ষণ ৷ এবং সঠিক ব্যবহারে প্রায় ২০ হাজার লিটার জল সংরক্ষণ করা যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আধুনিক টয়লেটে দু’টি ফ্লাশ বাটন থাকে৷ একটি বড় ও একটি ছোট বাটন৷ শুধু সৌন্দর্য নয়৷ জানেন কি এর পিছনে অন্য কারণও আছে৷ বড় বোতামটি টিপলে যে পরিমাণ জল আসে, তা আমাদের কঠিন বর্জ্য দূর করার জন্য৷ প্রতি বার এই বাটন প্রেস করলে ৬ থেকে ৯ লিটার জল ব্যবহৃত হয়৷ ছোট বোতামে চাপ দিলে প্রতি বার ৩ থেকে সাড়ে চার লিটার জল ব্যবহৃত হয়৷ জল সংরক্ষণের জন্য এই দু’ রকম বোতাম তৈরি করা হয়েছে৷
শুধু সৌন্দর্য নয়৷ জানেন কি এর পিছনে অন্য কারণও আছে
শুধু সৌন্দর্য নয়৷ জানেন কি এর পিছনে অন্য কারণও আছে
advertisement

সুবিধা ও অসুবিধা

দু’টি বোতামই এক্সিট ভালভের সঙ্গে যুক্ত৷ ডুয়াল ফ্লাশিং ব্যবস্থার উদ্দেশ্য হল জল সংরক্ষণ ৷ এবং সঠিক ব্যবহারে প্রায় ২০ হাজার লিটার জল সংরক্ষণ করা যায়৷ এই ডুয়াল ফ্লাশ  ব্যবস্থা যথেষ্ট পরিবেশবান্ধব৷ তবে সিঙ্গল ফ্লাশের থেকে ডাবল ফ্লাশ ব্যবস্থা অনেক বেশি ব্যয়সাপেক্ষ৷ এছাড়াও ডুয়াল ফ্লাশ ব্যবস্থা অনেক বেশি ত্রুটিপূর্ণ৷ এক বার লিক বা ত্রুটি হলে প্রচুর জল নষ্ট হবে৷ যত জল সংরক্ষণ করা হবে তার থেকে বেশি জল অপচয় হবে৷ তবে অধিকাংশ ডুয়াল ফ্লাশ টয়লেটে ড্রপ ভালভ সিস্টেম থাকে৷ সিস্টার্নের একদম নীচে এই ড্রপ ভালভ সিস্টেম থাকে৷ জল অপচয়ের সমস্যা রোধ করে এই ব্যবস্থা৷

advertisement

আরও পড়ুন : গাড়িতে উঠলেই অনেকে ঘুমিয়ে পড়েন, এর কারণ জানেন?

আরও পড়ুন : প্রচুর জল পান করলেই ওজন কমে যায়? জলেই সেরে যায় সব অসুখ?

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

আমেরিকান ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার ভিক্টর পাপানেক এই ডাবল ফ্লাশ সিস্টেমের কথা ১৯৭৬ সালে লেখেন তাঁর ‘ডিজাইন ফর দ্য রিয়েল ওয়ার্ল্ড’ বইয়ে ৷ ১৯৮০ সালে অস্ট্রেলিয়ায় ডুয়াল ফ্লাশ ব্যবস্থা প্রথম ব্যবহৃত হয়৷ ডিজাইন সম্বন্ধে জানার ক্ষেত্রে ‘ডিজাইন ফর দ্য রিয়েল ওয়ার্ল্ড’ বইটিকে আদর্শ বলে ধরা হয়৷ এ বইটি ২৩ ভাষায় অনূদিত হয়েছে৷ ভিক্টরের আইডিয়া তাঁর নিজের সময়ের তুলনায় অনেক বেশি এগিয়ে ছিল৷ তিনি বরাবর এমন ডিজাইনের উপর গুরুত্ব দিয়েছেন যা দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ৷ আজ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দিনে তাঁর ধারণা বৈপ্লবিক৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dual flush toilets : কোন বিশেষ কারণে কমোডের সিস্টার্নে বড় ও ছোট বোতাম থাকে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল