TRENDING:

Drinking Water: জলপান করলেই হল না, নির্দিষ্ট এই সময়গুলিতে জলপান করেলই উপকার পাবেন

Last Updated:

Drinking Water: জলের উপকারিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই৷ শুধু তৃষ্ণা নিবারণই নয়৷ আমাদের শরীরের জলীয় ভারসাম্য বজায় রেখে আমাদের সুস্বাস্থ্য অটুট রাখে জলপান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলের উপকারিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই৷ শুধু তৃষ্ণা নিবারণই নয়৷ আমাদের শরীরের জলীয় ভারসাম্য বজায় রেখে আমাদের সুস্বাস্থ্য অটুট রাখে জলপান৷ তাই শরীরের টক্সিন বার করে দিয়ে হাইড্রেটেড রাখার জন্য প্রয়োজনীয় জলপান দরকার৷ (benefits of drinking water)
আমাদের সুস্বাস্থ্য অটুট রাখে জলপান
আমাদের সুস্বাস্থ্য অটুট রাখে জলপান
advertisement

কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি জলপান করলে তা হিতে বিপরীত করে৷ তখন বেশি জল শরীর থেকে বার করে দেওয়ার জন্য কিডনিকে বেশি কাজ করতে হয়৷ ফলে শরীরে নানা জটিলতা দেখা দেয়৷

কিন্তু কতটা জল আমরা পান করব? বিশেষজ্ঞ পরমিত কৌর মনে করেন বয়স, লিঙ্গ, শরীরের ওজন, কায়িক পরিশ্রম, ওষুধসেবন, মেটাবলিজমের হার এবং পরিবেশের উপর নির্ভর করে জলপান করা প্রয়োজন৷ কিন্তু তার পরও একটা বিষয় মনে রাখতে হবে৷ তা হল, দিনের কোন সময় জল পান করছি৷

advertisement

আরও পড়ুন : ঋতুস্রাবের যন্ত্রণা নিয়ন্ত্রণ থেকে দৃষ্টিশক্তি উন্নত, একে জাতীয় মশলা করার দাবি তুললেন শ্যেফ রণবীর ব্রার

সেলেব্রিটি নিউট্রিশনিস্ট লভনীত বাতরা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছেন, কখন জলপান করতে হবে-

ঘুম থেকে উঠে-

এ সময়ে জলপান করলে শরীরে অঙ্গপ্রত্যঙ্গ ভাল ভাবে কাজ করে

ওয়ার্ক আউটের পরে-

advertisement

শরীরচর্চার পর হৃদস্পন্দন স্বাভাবিক করে এ সময়ে জল পান করলে

আরও পড়ুন : টেনশন হলেই দাঁত দিয়ে নখ কাটেন? শারীরিক ও মানসিক দিক থেকে নিজের কত ক্ষতি করছেন, জানুন

খাওয়ার আগে-

যে কোনও ভারী খাবার খাওয়ার অন্তত আধঘণ্টা আগে জলপান করতে হবে৷ খাওয়ার সময় জলপান নৈব নৈব চ৷

advertisement

অসুস্থ বোধ করলে-

ক্লান্ত লাগলে বা অসুস্থ মনে হলে জলপান করুন৷ শরীরের কার্যকারিতা বজায় রাখে

আরও পড়ুন : মনের কথা পড়ে আরও কাছের হয়ে উঠুন জীবনসঙ্গীর, জেনে নিন সুখী দাম্পত্যের রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

গ্রীষ্ম-সহ সারা বছরই পর্যাপ্ত জলপান করে শরীরের হাইড্রেশন বজায় রাখা জরুরি৷ তবে জলের পরিমাণ অতিরিক্ত করার ক্ষেত্রে কোনও জটিলতা বা নিষেধাজ্ঞা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Drinking Water: জলপান করলেই হল না, নির্দিষ্ট এই সময়গুলিতে জলপান করেলই উপকার পাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল