Relationship: মনের কথা পড়ে আরও কাছের হয়ে উঠুন জীবনসঙ্গীর, জেনে নিন সুখী দাম্পত্যের রহস্য

Last Updated:
কী করে জীবনসঙ্গীর আরও কাছের হয়ে উঠবেন, জেনে নিন৷(Relationship tips)
1/5
দীর্ঘ সম্পর্কপথ সব সময় মাখনমসৃণ হয় না৷ চলার পথে চড়াই উতরাই এসে পড়েই৷ বন্ধুরতার মুখোমুখি হয়েই আগলে রাখতে হয় সম্পর্ক৷ কী করে জীবনসঙ্গীর আরও কাছের হয়ে উঠবেন, জেনে নিন৷(Relationship tips)
দীর্ঘ সম্পর্কপথ সব সময় মাখনমসৃণ হয় না৷ চলার পথে চড়াই উতরাই এসে পড়েই৷ বন্ধুরতার মুখোমুখি হয়েই আগলে রাখতে হয় সম্পর্ক৷ কী করে জীবনসঙ্গীর আরও কাছের হয়ে উঠবেন, জেনে নিন৷(Relationship tips)
advertisement
2/5
জীবনসঙ্গীকে সুখে রাখতে হলে সবার আগে তাঁর সবথেকে কাছের বন্ধু হয়ে উঠুন৷ সম্পর্ক এমন জায়গায় নিয়ে যান যাতে তিনি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করতে পারেন৷ আপনাদের দু’জনের মধ্যে এই সম্পর্কের বন্ধন থাকলে সেটাই বিশ্বাসের ভিত গড়ে তুলবে৷
জীবনসঙ্গীকে সুখে রাখতে হলে সবার আগে তাঁর সবথেকে কাছের বন্ধু হয়ে উঠুন৷ সম্পর্ক এমন জায়গায় নিয়ে যান যাতে তিনি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করতে পারেন৷ আপনাদের দু’জনের মধ্যে এই সম্পর্কের বন্ধন থাকলে সেটাই বিশ্বাসের ভিত গড়ে তুলবে৷
advertisement
3/5
নতুন কিছু করার থেকে উৎসাহ হারিয়ে ফেলবেন না৷ সেইসঙ্গে নিজেকে কিছুটা রহস্যময়তার আড়ালেও রাখুন৷ আপনি কী বলবেন, কী করবেন-সেটা যদি আগেই জীবনসঙ্গী সব বুঝতে পারেন, তাহলে কিন্তু তিনি আপনার প্রতি উৎসাহ হারিয়ে ফেলবেন৷
নতুন কিছু করার থেকে উৎসাহ হারিয়ে ফেলবেন না৷ সেইসঙ্গে নিজেকে কিছুটা রহস্যময়তার আড়ালেও রাখুন৷ আপনি কী বলবেন, কী করবেন-সেটা যদি আগেই জীবনসঙ্গী সব বুঝতে পারেন, তাহলে কিন্তু তিনি আপনার প্রতি উৎসাহ হারিয়ে ফেলবেন৷
advertisement
4/5
একে অন্যের অন্তরঙ্গ বন্ধু হলেও ব্যক্তিগত পরিসর অক্ষুণ্ণ রাখুন৷ সেখানে হানা দেবেন না৷ এই পরিসর বা স্পেস উপভোগ করলে তখন একে অন্যের সান্নিধ্যও ভাল লাগবে৷
একে অন্যের অন্তরঙ্গ বন্ধু হলেও ব্যক্তিগত পরিসর অক্ষুণ্ণ রাখুন৷ সেখানে হানা দেবেন না৷ এই পরিসর বা স্পেস উপভোগ করলে তখন একে অন্যের সান্নিধ্যও ভাল লাগবে৷
advertisement
5/5
দাম্পত্যে অশান্তি হবেই৷ কিন্তু সে সব হাসিমুখে মিটিয়ে ফেলুন৷ তিক্ততা বেশি দূর বাড়তে দেবেন না৷ ঝগড়ার সময় কখনওই অতীতকে টেনে আনবেন না৷ অতীতের মুখোমুখি হতে আপনার জীবনসঙ্গীর ভাল নাও লাগতে পারে৷
দাম্পত্যে অশান্তি হবেই৷ কিন্তু সে সব হাসিমুখে মিটিয়ে ফেলুন৷ তিক্ততা বেশি দূর বাড়তে দেবেন না৷ ঝগড়ার সময় কখনওই অতীতকে টেনে আনবেন না৷ অতীতের মুখোমুখি হতে আপনার জীবনসঙ্গীর ভাল নাও লাগতে পারে৷
advertisement
advertisement
advertisement