TRENDING:

Drinking Water at Night: রাতে তেষ্টা পেলেই ঢাকা দেওয়া গ্লাস থেকে জল খাচ্ছেন? অসুস্থতাকে ডেকে আনছেন অজান্তেই

Last Updated:

Pure Water: গাড়িতে প্লাস্টিকের বোতলে বা বন্ধ পাত্রে দীর্ঘক্ষণ রাখা জল নিরাপদ নয় কারণ এটি সূর্যের আলোতে উত্তপ্ত হয়ে যায় এবং ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বহুবারই মাঝরাতে ঘুম ভেঙে জল তেষ্টা (Drinking Water at Night) পেয়ে যায় অনেকের। প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গলা শুকিয়েও ঘুম ভেঙে যায় অনেকের। তেষ্টা মেটাতে মাথার পাশে টেবিলে ঢাকা দিয়ে রাখা জল খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। এমনকি সকালে উঠেও মাথার পাশে সারা রাত রাখা সেই জল খেয়েই গলা ভিজিয়ে নিই। কখনও কি প্রশ্ন জেগেছে, আদৌ এই জল (Drinking Water at Night) খাওয়া উচিত কী না? আপনার মাথায় প্রশ্ন না এলেও বিশেষজ্ঞরা এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা জানিয়েছেন।
ঘুমানোর আগে জল পান করুন
তথ্যের জন্য, আমরা আপনাকে বলে রাখি যে রাতে ঘুমানোর আগে জল পান করা খুব গুরুত্বপূর্ণ যাতে আমাদের খাবার ভালভাবে হজম হয়। এর ফলে আপনার মেটাবলিজম ঠিক থাকে এবং টয়লেটের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থ ও টক্সিন বের হতে থাকে।
ঘুমানোর আগে জল পান করুন তথ্যের জন্য, আমরা আপনাকে বলে রাখি যে রাতে ঘুমানোর আগে জল পান করা খুব গুরুত্বপূর্ণ যাতে আমাদের খাবার ভালভাবে হজম হয়। এর ফলে আপনার মেটাবলিজম ঠিক থাকে এবং টয়লেটের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থ ও টক্সিন বের হতে থাকে।
advertisement

আরও পড়ুন- কমবে চুল পড়া, মিটবে ত্বকের দাগও! একমাত্র সহজ দাওয়াই জামের ভিনিগার!

সারারাত রেখে দেওয়া জল খেলে কী হয়?

প্রথম চিন্তার বিষয়টি হল সারারাত রেখে (Drinking Water at Night) দেওয়া জল মোটেও বিশুদ্ধ না। এমনকী তা ঢেকে রাখলেও সমস্যা হতে পারে। একবার ওই পাত্র থেকে জল খেলে গ্লাস বা বোতল আপনার মুখের সরাসরি সংস্পর্শে আসে। মুখের লালা এতে মিশে যায়। এর ফলে ব্যাকটেরিয়া হতে পারে এবং পাত্রে ধুলোও জমে। যদি পাত্রটি খোলা থাকে, তবে জলে কার্বন ডাই অক্সাইড মিশে যায় যা এর পিএইচ স্তরকে হ্রাস করে।

advertisement

আরও পড়ুন- দাঁত পড়ে গিয়ে ঘুচেছে চিবিয়ে খাওয়া? এই ৫ টি খাবারে নেই দাঁতের কোনও প্রয়োজন

দিল্লির ধর্মশিলা নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের চিকিৎসক গৌরব জৈন জানিয়েছেন, এই জল খাওয়া কোনও সুস্থ ব্যক্তির পক্ষে ক্ষতিকারক নাও হতে পারে৷ তাঁর কথায়, “যদি অসুস্থ কোনও ব্যক্তি এই জল (Drinking Water at Night) খান তবে যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাই অন্য সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তবে বাসি জল ঠিকমতো সংরক্ষণ করলে তা খেলে কোনও ক্ষতি নেই।"

advertisement

আরেক স্বাস্থ্য বিশেষজ্ঞ অসিত ভগবতীর মতে, জল খোলা অবস্থায় থাকলেই দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষ সঙ্গে এমন জলও রাখেন যেটা অনেক দিন ধরে বন্ধ জায়গায় রাখা হয়েছে। গাড়িতে প্লাস্টিকের বোতলে বা বন্ধ পাত্রে দীর্ঘক্ষণ রাখা জল নিরাপদ নয় কারণ এটি সূর্যের আলোতে উত্তপ্ত হয়ে যায় এবং ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Drinking Water at Night: রাতে তেষ্টা পেলেই ঢাকা দেওয়া গ্লাস থেকে জল খাচ্ছেন? অসুস্থতাকে ডেকে আনছেন অজান্তেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল