আরও পড়ুন :কোজাগরী লক্ষ্মীপুজোয় বানাবেন 'নারকেল গোলাপ লাড্ডু'? সহজ রেসিপি দেখে নিন শিগগির...
যে যে উপাদান লাগবে-
২ কেজি পাঁঠার মাংস
দু'টো কালো এলাচ
২ ইঞ্চি দারচিনি
এক চা চামচ রসুন বাটা
এক চা চামচ হলুদ
advertisement
এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
এক টেবিল চামচ ধনে গুঁড়ো
৬ টেবিল চামচ দই
১ চা চামচ গরম মশলা
এক চা চামচ কেশর
স্বাদ অনুযায়ী নুন
দুই টেবিল চামচ গোলাপজল
৪ টেবিল চামচ পেঁয়াজ ভাজা
আধ কাপ জল
৪ সবুজ এলাচ
দু'টো তেজপাতা
৪ টেবিল চামচ রান্নার তেল
সাজানোর জন্য-
৪ টেবিল চামচ ধনেপাতা ও এক চা চামচ আদা কুচি
আরও পড়ুন :ওজন ২ কেজি, ২৪ ক্যারেট সোনায় ভরা মশলাদার ‘মোমো’! মুম্বই রেস্তোরাঁর চমকে তোলপাড় ইন্টারনেট…
রান্নার পদ্ধতি
আঁচে পাত্র বসিয়ে সবুজ এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারচিনি সব একসঙ্গে দিয়ে হালকা করে এক মিনিট মতো নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে মাংস(Diwali Special Mutton Recipe) দিতে হবে। নুন আর হলুদও দিতে হবে এবং আরও এক মিনিট নাড়তে হবে। এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট(Diwali Special Mutton Recipe)। এবার দিতে হবে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা এবং ভাজা পেঁয়াজ। ভাল করে খুন্তি বা হাতা দিয়ে মিশিয়ে দিতে হবে। এবার এক চামচ গরম জলে ভেজানো কেশর বা স্যাফরন এর মধ্যে মিশিয়ে দিতে হবে। কেশর মেশানো হয়ে গেলে দিতে হবে দই আর গোলাপ জল। পাত্র ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখতে হবে। যদি পাঁচ মিনিট পরেও পাত্রে জল থেকে যায় সেটা শুকিয়ে নিতে হবে। এবার আবার ঢাকা দিয়ে আটা দিয়ে পাত্রের মুখ বন্ধ করে দিতে হবে। বাকি রান্না হবে দমে এবং মাঝারি আঁচে। রান্না হয়ে গেলে উপরে ধনেপাতা ও আদা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম রুমালি রুটি, পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।