বর্তমানে বহু মহিলাই নেল পার্লার বা স্টুডিও-তে গিয়ে বহু টাকা খরচ করে নখ সাজান। এটা এক অনেক মানুষের কাছে রোজগারের পথ খুলে দিয়েছে, সে তো বলাই যায়। কিন্তু সকলেই এত অর্থ ব্যয় করতে পারেন না। যদিও সব সময় যে তা প্রয়োজন তা-ও নয়। বাড়িতে বসে মিনিট পাঁচেক সময়েই সাজিয়ে ফেলা যায় নিজের নখ। দীপাবলির সাজগোজের ব্যস্ততার মধ্যে কী ভাবে তা করা যায় দেখে নেওয়া যাক।
advertisement
আরও পড়ুন: দীপাবলির রোশনাইয়ে মেক-আপ হবে চকচকে, রইল দারুণ সব টিপস
স্ট্রিপ ডিজাইন
ইন্টারনেটে অনেক ধরনের নেল আর্ট ডিজাইন দেখতে পাওয়া যায়। কিন্তু এই ধরনের স্ট্রিপ নেল আর্ট করা খুবই সহজ। দেখতেও বেশ মার্জিত। সেলো টেপ ব্যবহার করেই এ ধরনের নেল আর্ট করে ফেলা যায়। যে কোনও দুটি রঙের নেল কালার বেছে নিতে হবে। তারপর সেলোটেপের সাহায্যে নিজের মতো নকশা করে ফেলতে হবে।
আরও পড়ুন: দীপাবলিতে পোশাকেও থাকুক প্রেমের বার্তা, জুটিরা এক রঙের পোশাকে সাজুন!
নখের উপর চিতাবাঘ
ওয়াইল্ড প্রিন্ট সব সময়ই ইন। এই ধরনের নেল আর্ট করাও বেশ সহজ, দেখতেও ক্লাসি। এ জন্য লাগবে সাদা, কালো এবং ধূসর রঙের নেল কালার। ব্যবহার করতে হবে একটি টুথপিক। চাইলে সাদার পরিবর্তে অন্য কোন রঙের বেস ব্যবহার করা যেতে পারে।
শিউলি ছড়ানো নখ
প্রকৃতিতে শিউলির সময় পার হয়ে গেল প্রায়। কিন্তু সেই শিউলি ফুল ধরে রেখে দেওয়াই যায় নিজের নখে। এমন নকশায় বেশ শান্ত এবং সূক্ষ্ম দেখায় হাত দু’টি। এটি করতে বেস রঙের জন্য একটি স্বচ্ছ রঙের নেল পেইন্ট বেছে নিতে হবে। এর পরে, একটি টুথপিকের সাহায্যে একটি ফুলের আকার দিতে হবে। এই ধরনের একটি নকশা সব ধরনের আউটফিটের সঙ্গে খুব সুন্দর দেখায়। সব শেষে বেস কোট লাগিয়ে নিতে ভুললে চলবে না। যাতে ফুলগুলি সুন্দর থাকে সব সময়!