TRENDING:

ঝকঝকে নখ জুড়ে স্নিগ্ধ শিউলি অথবা বুনো চিতা! দীপাবলিতে নখও হোক জ্বলজ্বলে

Last Updated:

বাড়িতে বসে মিনিট পাঁচেক সময়েই সাজিয়ে ফেলা যায় নিজের নখ। দীপাবলির সাজগোজের ব্যস্ততার মধ্যে কী ভাবে তা করা যায় দেখে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নখ যে পরিচ্ছন্নতার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ তা তো আমরা ছোটবেলা থেকেই পড়েছি। ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষার ক্ষেত্রে পরিষ্কার নখ একটা জরুরি বিষয়। আর যে কোনও মহিলার কাছে নখর সজ্জা আবহমান কাল ধরে এক বিশেষ বিষয়। নখরঞ্জনীর ব্যবহার দীর্ঘদিন ধরেই চলে আসছে। গত কয়েক দশকে নখ রঞ্জনী অন্য মাত্রা পেয়েছে নেল-আর্টের হাত ধরে। এক রঙা নেলপলিশের বদলে মনের মতো নকশায় রাঙিয়ে তোলা ছোট্ট একটু নখ— এমন শিল্প সত্তা কুর্নিশ দাবি তো করেই।
দীপাবলিতে নখও হোক জ্বলজ্বলে
দীপাবলিতে নখও হোক জ্বলজ্বলে
advertisement

বর্তমানে বহু মহিলাই নেল পার্লার বা স্টুডিও-তে গিয়ে বহু টাকা খরচ করে নখ সাজান। এটা এক অনেক মানুষের কাছে রোজগারের পথ খুলে দিয়েছে, সে তো বলাই যায়। কিন্তু সকলেই এত অর্থ ব্যয় করতে পারেন না। যদিও সব সময় যে তা প্রয়োজন তা-ও নয়। বাড়িতে বসে মিনিট পাঁচেক সময়েই সাজিয়ে ফেলা যায় নিজের নখ। দীপাবলির সাজগোজের ব্যস্ততার মধ্যে কী ভাবে তা করা যায় দেখে নেওয়া যাক।

advertisement

আরও পড়ুন: দীপাবলির রোশনাইয়ে মেক-আপ হবে চকচকে, রইল দারুণ সব টিপস

স্ট্রিপ ডিজাইন

ইন্টারনেটে অনেক ধরনের নেল আর্ট ডিজাইন দেখতে পাওয়া যায়। কিন্তু এই ধরনের স্ট্রিপ নেল আর্ট করা খুবই সহজ। দেখতেও বেশ মার্জিত। সেলো টেপ ব্যবহার করেই এ ধরনের নেল আর্ট করে ফেলা যায়। যে কোনও দুটি রঙের নেল কালার বেছে নিতে হবে। তারপর সেলোটেপের সাহায্যে নিজের মতো নকশা করে ফেলতে হবে।

advertisement

আরও পড়ুন: দীপাবলিতে পোশাকেও থাকুক প্রেমের বার্তা, জুটিরা এক রঙের পোশাকে সাজুন!

নখের উপর চিতাবাঘ

ওয়াইল্ড প্রিন্ট সব সময়ই ইন। এই ধরনের নেল আর্ট করাও বেশ সহজ, দেখতেও ক্লাসি। এ জন্য লাগবে সাদা, কালো এবং ধূসর রঙের নেল কালার। ব্যবহার করতে হবে একটি টুথপিক। চাইলে সাদার পরিবর্তে অন্য কোন রঙের বেস ব্যবহার করা যেতে পারে।

advertisement

শিউলি ছড়ানো নখ

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

প্রকৃতিতে শিউলির সময় পার হয়ে গেল প্রায়। কিন্তু সেই শিউলি ফুল ধরে রেখে দেওয়াই যায় নিজের নখে। এমন নকশায় বেশ শান্ত এবং সূক্ষ্ম দেখায় হাত দু’টি। এটি করতে বেস রঙের জন্য একটি স্বচ্ছ রঙের নেল পেইন্ট বেছে নিতে হবে। এর পরে, একটি টুথপিকের সাহায্যে একটি ফুলের আকার দিতে হবে। এই ধরনের একটি নকশা সব ধরনের আউটফিটের সঙ্গে খুব সুন্দর দেখায়। সব শেষে বেস কোট লাগিয়ে নিতে ভুললে চলবে না। যাতে ফুলগুলি সুন্দর থাকে সব সময়!

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঝকঝকে নখ জুড়ে স্নিগ্ধ শিউলি অথবা বুনো চিতা! দীপাবলিতে নখও হোক জ্বলজ্বলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল