দীপাবলির রোশনাইয়ে মেক-আপ হবে চকচকে, রইল দারুণ সব টিপস

Last Updated:

এই দীপাবলি বা ভাইফোঁটার উৎসব মরশুমে নিজেকে তেমনই অনন্য করে তুলতে চাইলে বেছে নেওয়া যেতেই পারে এই গ্লসি মেক-আপ লুক।

কিয়ারা আডবানী
কিয়ারা আডবানী
#কলকাতা: মেক-আপ করা বা না করা যেমন ব্যক্তিগত পছন্দ। ঠিক তেমনই মেক-আপের লুক কেমন হবে তাও অনেকটা ব্যক্তিগত পছন্দের বিষয়। এর সঙ্গে যুক্ত হয়ে থাকে ব্যক্তিত্ব।
বর্তমান বিশ্বায়নের যুগে হাতের মুঠোয় সব কিছু। মেকআপ করার জন্য, মহিলারা বিভিন্ন ধরণের পণ্য কিনে থাকেন। আজকাল ইন্টারনেটের সাহায্যে ভিডিও দেখে অনেকেই নতুন ধরনের মেক-আপ লুক তৈরি করার চেষ্টা করেন নিজেরাই।
আরও পড়ুন: অবশেষে গ্রেফতার শৈলেশ ব্রাদার্স-সহ মোট ৪, ওড়িশা ও গুজরাতে গিয়ে ধরল পুলিশ
প্রতিদিনই প্রায় বদলে বদলে যায় মেকআপ ট্রেন্ড। সাধারণ নাগরিক সে সব ট্রেন্ড মেনে চলার চেষ্টা করেন। লেটেস্ট মেক-আপ ট্রেন্ডের কথা বললে, বলতেই হয় বলিউড অভিনেত্রীদের মেক-আপ লুকের কথা। চকচকে বা গ্লসি মেক-আপ লুকই এখন ইন থিং। অনেকেই তা পছন্দ করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: সম্পর্কের জটিলতা-পরকীয়ার গল্প বলবে 'তৃতীয়', বলবেন জয়-সুদীপ্তা-রজতাভ
এই দীপাবলি বা ভাইফোঁটার উৎসব মরশুমে নিজেকে তেমনই অনন্য করে তুলতে চাইলে বেছে নেওয়া যেতেই পারে এই গ্লসি মেক-আপ লুক। কী ভাবে তৈরি করা যাবে এই লুক? তিন অভিনেত্রীর লুক অনুযায়ী দেখে নেওয়া যাক এক নজরে—
তারা সুতারিয়া
গ্লসি মেক-আপ দেখতে খুব সুন্দর লাগে, বেশ স্নিগ্ধ মনে হয়। তারা সুতারিয়া প্রায়ই গ্লসি মেক-আপ লুকে আত্মপ্রকাশ করে থাকেন। এমন একটি লুক পাওয়ার জন্য ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লাগিয়ে তার উপর স্বচ্ছ লিপগ্লস ব্যবহার করা যেতে পারে। রাতের কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এই ধরনের মেক-আপ লুক তৈরি করা যেতে পারে। সে ক্ষেত্রে গোলাপির বদলে স্কিন টোন অনুযায়ী যে কোনও রঙের লিপ কালার বেছে নেওয়া যেতে পারে।
advertisement
অনন্যা পাণ্ডে
গোলাপি আভা যুক্ত মুখাবয়বের প্রতি টান অনুভব করলে বেছে নেওয়াই যেতে পারে লিক্যুইড ব্লাশ, ঠিক যেমন বেছে নেন অনন্যা পাণ্ডে। সব থেকে বড় কথা হল এ ধরনের লিক্যুইড ব্লাশ চোখের মেক-আপ করতে ব্যবহার করা যেতে পারে খুব সন্তর্পণে। দিনের বেলায় কোনও অনুষ্ঠান থাকলেও অনায়াসেই এই মেক-আপ করে ফেলা যায়। যে কোনও পোশাকের সঙ্গেই ভাল লাগবে। শুধু নিজের স্কিন টোন অনুযায়ী বেছে নিতে হবে ব্লাশ।
advertisement
সারা আলি খান
অনেক সময়ই নো মেক-আপ লুকে গ্লসি এফেক্ট দেওয়া হয়। যেমন সারা আলি খান করে থাকেন। এই ধরনের মেকআপ দেখতে খুব সূক্ষ্ম হয়। এতে একটা নমনীয় ছোঁয়াও থাকে। অনেক মহিলাই আজকাল এই ধরনের মেক-আপ করতে পছন্দ করেন। এ জন্য বেস মেক-আপ করার সময় ব্রোঞ্জার ব্যবহার করা দরকার। সেই সঙ্গে ব্যবহার করতে হবে লিকুইড হাইলাইটার। ফাউন্ডেশনের সঙ্গে অন্তত ২ ফোঁটা লিকুইড হাইলাইটার মিশিয়ে নেওয়া যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দীপাবলির রোশনাইয়ে মেক-আপ হবে চকচকে, রইল দারুণ সব টিপস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement