সম্পর্কের জটিলতা-পরকীয়ার গল্প বলবে 'তৃতীয়', বলবেন জয়-সুদীপ্তা-রজতাভ

Last Updated:

সম্পর্কের গল্পে এবার রজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত।

আসছে বাংলা ছবি তৃতীয়
আসছে বাংলা ছবি তৃতীয়
#কলকাতা: সম্পর্কের গল্পে এবার রজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত। কোভিডের আতঙ্ক কাটিয়ে ফের ধীরে ধীরে ছন্দে ফিরছে টলিউড। নতুন নতুন ভাবনা নিয়ে এগিয়ে আসছেন নতুন পুরনো সব পরিচালকেরা। তৈরি হচ্ছে নানা জ্যঁরের ছবি। সম্পর্কের গল্পকে বরাবরই দর্শক কাছে টেনে নেয়।
সম্পর্কের জটিলতা, বিবাহবহির্ভূত সম্পর্ক, পরকীয়া এসব নানা ভাবনা নিয়ে আগেও বাংলা ছবি তৈরি হয়েছে। দেখা গিয়েছে সম্পর্কের জটিলতার সঙ্গে দর্শকরা যদি নিজেদের রিলেট করতে পারে তাহলে সেই ছবি সাধারণত বক্স অফিসে সফলতা পায়। তাই বাংলায় তৈরি হচ্ছে আরও একটি সম্পর্কে গল্প নির্ভর ছবি। এবারে সম্পর্কের বলবে পরিচালক অনিমেষ বসু। একঝাঁক  তারকা নিয়ে মুক্তি পাবে এই ছবি। ছবির নাম "তৃতীয়"। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, রজতাভ দত্ত, সম্পূর্না লাহিড়ী, বোধিসত্ত্ব দত্ত প্রমুখ।
advertisement
আরও পড়ুন: ঘূর্ণিঝড় 'সিত্রাং' আছড়ে পড়ার আশঙ্কা, সতর্কতায় বন্দরে নিয়ন্ত্রিত জাহাজ চলাচল
ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ। ‘তৃতীয়’ গল্পটি মূলতঃ সম্পর্কের জটিলতার উপর নির্ধারিত। সন্দীপন ও শর্মিলা স্বামী স্ত্রী। তাঁদের সম্পর্কে ফাটল ধরে যখন সন্দীপন তার সহকর্মীর সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে। ওসি বীরেশ্বর হাজরার সঙ্গে ওরা সবাই জড়িয়ে পড়ে যখন একটা খুন হয়ে যায়। একটি খুনকে নিয়ে এগিয়ে চলে ছবির স্রোত। ছবিতে জয় সেনগুপ্তকে দেখা যাবে সন্দীপন নামক চরিত্রে অভিনয় করতে, যিনি পেশাগতভাবে একজন অ্যাড এজেন্সির হেড।
advertisement
advertisement
আরও পড়ুন: অবশেষে গ্রেফতার শৈলেশ ব্রাদার্স-সহ মোট ৪, ওড়িশা ও গুজরাতে গিয়ে ধরল পুলিশ
অন্যদিকে, শর্মিলা নামক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সুদিপ্তা চক্রবর্তী কে। একজন পুলিশ (ওসি)-এর চরিত্রে দেখা যাবে অভিনেতা রজতাভ দত্তকে। নন্দিনী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সম্পূর্না লাহিড়ী। পরিচালক অনিমেষ বসু জানান "এটি একটি সম্পর্কের গল্প। যার প্রতিটি মোড়ে আছে টুইস্ট। সম্পর্ক, বিশ্বাসের মেলবন্ধন এই ছবি "তৃতীয়"। ছবিটি মুক্তি পাবে "ব্লেসিংস মিডিয়া"-এর ব্যানারে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সম্পর্কের জটিলতা-পরকীয়ার গল্প বলবে 'তৃতীয়', বলবেন জয়-সুদীপ্তা-রজতাভ
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement