দীপাবলিতে পোশাকেও থাকুক প্রেমের বার্তা, জুটিরা এক রঙের পোশাকে সাজুন!
- Published by:Raima Chakraborty
Last Updated:
দীপাবলির রাতে এভাবে সেজে উঠলে ‘সেরা জুটি’র তকমা কেউ কাড়তে পারবে না।
advertisement
পুজোপার্বণে বেশিরভাগ মানুষ ট্র্যাডিশনাল পোশাক পরতেই পছন্দ করেন। মহিলারা শাড়ি কিংবা লেহঙ্গা, আর পুরুষরা সেজে ওঠেন পাজামা-পাঞ্জাবিতে। সেটাকেই শুধু রঙ এবং স্টাইলের সঙ্গে মিলিয়ে দিতে হবে। তাহলেই কেল্লা ফতে। এখানে তেমনই কয়েকটি কনট্রাস্ট পোশাক নিয়ে আলোচনা করা হল। দীপাবলির রাতে এভাবে সেজে উঠলে ‘সেরা জুটি’র তকমা কেউ কাড়তে পারবে না।
advertisement
নীল এবং সোনালি: দীপাবলির পোশাক হোক নীল আর সোনালি রঙের। স্ত্রীর অঙ্গে উঠুক সোনালি স্প্ল্যাশ। আর স্বামী পরুন নেভি ব্লু রঙের পোশাক। দুজনকে পাশাপাশি দেখলে মনে হবে, নীল আকাশে ঝিকমিক করছে তারাদের দল। পুরুষরা সোনালি পাজামার সঙ্গে নেভি ব্লু কুর্তা কিংবা সোনালি কাজ করা নীল কুর্তা পরতে পারেন। আর মহিলারা পরবেন সোনালি ব্লাউজের সঙ্গে নীল শাড়ি অথবা সোনালি দোপাট্টার সঙ্গে নীল লেহঙ্গা।
advertisement
advertisement
advertisement
