সমুদ্র শহর দিঘার প্রবেশদ্বারের কাছে মেরিন ড্রাইভ লাগোয়া প্রায় পঞ্চাশ হেক্টর জায়গা জুড়ে বিশাল জলাশয়। একসময় যা ছিল মূলত মৎস্য খামার। এখন সেই জলাশয় পরিণত হয়েছে পাখিদের নিরাপদ আশ্রয়ে। বন দফতরের উদ্যোগে এই এলাকাকে “বার্ড ভিউ পয়েন্ট” হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিযায়ী পাখিদের সুরক্ষা ও সচেতনতার জন্য বিভিন্ন জায়গায় ব্যানার ও পোস্টার লাগান হয়েছে। পাখিদের বিরক্ত না করার আবেদন জানান হয়েছে পর্যটকদের। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে মেরিন ড্রাইভের উপর কংক্রিটের চেয়ার বসান হয়েছে। যাতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে বসে পাখি দেখতে পারেন।
advertisement
আরও পড়ুন: দিঘা তো বহুবার এসেছেন! কিন্তু জগন্নাথ মন্দিররের আড়ালে এই বাগানটি দেখেছেন? মুগ্ধ হবেন
গত দু’বছর এই মৎস্য খামারে সংস্কার কাজ চলছিল। সেই কারণে পরিযায়ী পাখিরা এখানে আসা বন্ধ করে দিয়েছিল। পরিবেশে ছিল ব্যস্ততা ও কোলাহল। ফলে পাখিরা মুখ ফিরিয়ে নিয়েছিল এই এলাকা থেকে। তবে চলতি বছর নভেম্বর মাস থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সংস্কার কাজ শেষ হওয়ার পর আবার শান্ত পরিবেশ ফিরে এসেছে। শীতের শুরুতেই আসতে শুরু করেছে শীতের অতিথিরা। জলাশয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখন পাখিদের ওড়াউড়ি।
আরও পড়ুন: শীতে দিঘা ভ্রমণ আরও আনন্দময়! খাদ্যরসিকদের জন্য অপেক্ষা করছে বড় চমক! বেড়াতে যাওয়ার আগে জেনে নিন
ইতিমধ্যে পর্যটকদের ভিড় জমাতে শুরু করেছে মৎস্য খামার চত্বরে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বিকেল হলে স্থানীয়রা ভিড় জমাচ্ছেন । দেখা মিলছে নানান প্রজাতির দেশি-বিদেশি পাখিদের। ডানা ঝাপটাতে ঝাপটাতে কখনও তারা জলের উপর ভাসছে। কখনও আবার শিকার ধরতে জলের গভীরে নেমে পড়ছে। এই দৃশ্য মুগ্ধ করছে পর্যটকদের। প্রশাসনের তরফে চোরাশিকার রুখতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন শীতের দিঘা ভ্রমণে বার্ড ভিউ পয়েন্ট হয়ে উঠছে বাড়তি আকর্ষণ।





