TRENDING:

Digestive System:সাবধান! খাওয়াদাওয়ার পরে ভুলেও করবেন না এই ৩ কাজ, হতে পারে চরম বিপদ

Last Updated:

খাবার খাওয়ার পরে আমরা নানা কাজ করে থাকি, যেগুলি স্বাস্থ্যের জন্য একেবারেই ভাল নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বাস্থ্যের খেয়াল রাখার কথা আমরা সকলেই জানি। আর তার জন্য প্রতিদিনের রুটিন ঠিকঠাক করা আবশ্যক। সেই সঙ্গে শরীর সুস্থ রাখার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত জল পান করাটাও অত্যন্ত জরুরি। এছাড়াও মেনে চলতে হবে কিছু নিয়ম। আসলে খাবার খাওয়ার পরে আমরা নানা কাজ করে থাকি, যেগুলি স্বাস্থ্যের জন্য একেবারেই ভাল নয়। তাই এই কাজগুলি এড়িয়ে চলতে হবে। সেই বিষয়েই কথা বলছেন ন্যাচারোপ্যাথি ডা. রাজেশ মিশ্র।
advertisement

তাঁর মতে, খাবার খাওয়ার পরে জল পান করার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। আসলে খাবার খাওয়ার সময় কিংবা তার পরপরই অনেকে বেশি পরিমাণে জল পান করে থাকেন। কিন্তু ডাক্তারবাবুর বক্তব্য, খাওয়ার পরে অতিরিক্ত জল পান কিংবা পেট ভর্তি করে জল পান করা চলবে না। এতে পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিপাকতন্ত্র সঠিক ভাবে খাবার হজম করতে পারে না। ফলে আমাদের দেহ নানা সমস্যার সম্মুখীন হয়। তবে খাওয়ার সময় একান্তই জল পান করার প্রয়োজন পড়লে এক অথবা দুই চুমুক জল খাওয়া যেতে পারে।

advertisement

এখানেই শেষ নয়, অনেকে আবার খাওয়ার পরে হাঁটতে বেরোন। কিংবা পরিশ্রম করেন। এটা কিন্তু হজমক্রিয়ার জন্য একেবারেই ঠিক নয়। ডা. রাজেশ মিশ্রর বক্তব্য, খাওয়াদাওয়া করার পরে হাঁটাচলা করলেও ধীরে ধীরে হাঁটতে হবে। শারীরিক এবং মানসিক পরিশ্রম থেকে বিরত থাকতে হবে। তবে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি জানান, খাওয়ার পরে বিশ্রাম নিলে দেহের পরিপাকতন্ত্র সঠিক ভাবে কাজ করতে পারে। আর খাবারও সহজেই হজম হয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এছাড়া, আরও একটা পরামর্শ দিয়েছেন ডা. রাজেশ মিশ্র। তিনি বলেন, খাওয়ার পরে ঘুম কখনওই নয়। আসলে অনেকে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েন। এটা কিন্তু একেবারেই করা উচিত নয়। এতে আমাদের দেহের পরিপাকতন্ত্রের কার্যকারিতা কমে যায়। যার ফলে খাবার সঠিক ভাবে হজম হয় না। তাই খাবার খাওয়ার খানিকটা সময় পরে ঘুমোতে যাওয়া উচিত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Digestive System:সাবধান! খাওয়াদাওয়ার পরে ভুলেও করবেন না এই ৩ কাজ, হতে পারে চরম বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল