স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ৫০ জন বাসিন্দা এই রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৩২ জনকে ভর্তি করা হয়েছে বলরাম স্টেট জেনারেল হাসপাতালে। গুরুতর অবস্থায় থাকা দু’জনকে স্থানান্তর করা হয়েছে বেলেঘাটা আই.ডি হাসপাতালে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ডায়রিয়ার উৎস স্পষ্ট নয়। জলের নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।স্বাস্থ্য দফতরের বিশেষ দল ওই এলাকা খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করবে।
advertisement
হঠাৎ করেই হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্যালাইনের ঘাটতিও দেখা দেয়। খবর পেয়েই খড়দহ পুরসভার তরফ থেকে জরুরি ভিত্তিতে ৩০০০ স্যালাইনের বোতল পাঠানো হয় হাসপাতালে রোগীদের জন্য। রোগীর-পরিজনদের সঙ্গে কথা বলে জানা যায়, পেটে ব্যাথা, বমি, পায়খানা নিয়ে কাহিল হয়ে পড়েন পরিবারের সদস্যরা। উপায় না পেয়েই হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসকদের তরফে জানানো হয়, রোগীদের সংখ্যা বেশি হওয়ায় স্যালাইনের ঘাটতি দেখা দেয়, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়েছে এই ডায়রিয়ার আতঙ্ক। পানীয় জল থেকে কোনরকম ভাবে এই রোগ ছড়িয়ে থাকতে পারে বলেই অনুমান। তাই জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
Rudra Narayan Roy