TRENDING:

Diabetes Control:দীপাবলি ও ভাইফোঁটায় প্রচুর মিষ্টিমুখ? মধুমেহ রোগীরা ভাল থাকুন এই নিয়মে

Last Updated:

Diabetes Control: উৎসবের এই মরসুমে মধুমেহ আক্রান্তরা সমস্যায় পড়েন৷ মিষ্টি থেকে দূরে থাকতেও পারেন না৷ আবার মিষ্টি বেশি খাওয়ার জেরে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিষ্টিমুখ ছাড়া দীপাবলি (Diwali) এবং ভাইফোঁটা (Bhaiphonta) অসম্পূর্ণ৷ উৎসবের এই মরসুমে মধুমেহ আক্রান্তরা সমস্যায় পড়েন৷ মিষ্টি থেকে দূরে থাকতেও পারেন না৷ আবার মিষ্টি বেশি খাওয়ার জেরে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়৷ পুষ্টিবিদ ডক্টর মেঘনা পাসির কথায়, এ সময় মধুমেহ রোগীদের (Diabetic) উচিত শর্করা জাতীয় খাদ্যগ্রহণের সুষম বণ্টন৷ অর্থাৎ দিনের যেকোনও একটা নির্দিষ্ট সময়ে শর্করজাতীয় খাবার বেশি না খেয়ে সারা দিনে ভাগ করে একটু একটু করে খাওয়া ৷ এর ফলে রক্তে শর্করার মাত্রার (Blood Sugar Level) ওঠানামা এড়ানো যাবে৷
advertisement

আরও পড়ুন : নির্জীব ত্বক ও চুলে ফিরিয়ে আনুন প্রাণের স্পর্শ, রইল ডিটক্স জাদুর হদিশ

পাসি আরও বলেছেন, মধুমেহ নিয়ন্ত্রণে এ সময়ে এমন খাবার খাওয়া উচিত যেখানে গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই কম৷ পুষ্টিবিদের পরামর্শ, এ সময়ে ডায়েটে সব্জি বেশি রাখতে হবে৷ উপমা, পোহা, ভাত বা পরোটা যা-ই থাকুক না কেন, সঙ্গে রাখতে হবে সব্জি৷ পাশাপাশি, বিভিন্ন রকমের ডাল, খিচুড়ি, পোলাও, ধোসার মতো খাবারের সমাহার ডায়েটে সামঞ্জস্য রক্ষা করবে৷

advertisement

আরও পড়ুন :  অফিস, গৃহস্থালির কাজের পরও ধরে রাখতে চান ত্বকের উজ্জ্বলতা? মেনে চলুন এই সহজ রুটিন

আরও পড়ুন : এই ঘরোয়া টোটকাতেই পার্টির পর দিন সকালে দূর হবে হ্যাং ওভারের আচ্ছন্নভাব

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুষম ডায়েটের সঙ্গে মধুমেহ রোগীদের মেনে চলতে হবে শরীরচর্চার নিয়মিত রুটিনও৷ যাতে বাড়তি ক্যালরি ঝরে গিয়ে হৃদযন্ত্রের কাজ মসৃণ থাকে৷ ভাজাভুজি খাওয়ার জন্য ব্যবহার করতে হবে সূর্যমুখীর তেল বা ক্যানোলা অয়েল এবং অলিভ অয়েল৷ চিনি, মধু, খেজুরের মতো খাবার ডায়েটে বেশি ঢুকে পড়লে সামঞ্জস্য রক্ষা করুন দারচিনি, এলাচ, জায়ফল এবং মৌরি দিয়ে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diabetes Control:দীপাবলি ও ভাইফোঁটায় প্রচুর মিষ্টিমুখ? মধুমেহ রোগীরা ভাল থাকুন এই নিয়মে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল