TRENDING:

বড়দের পাশাপাশি ডেঙ্গিতে নাজেহাল ছোটরাও, এই সময়ে ঠিক ডায়েট কী ? রইল চিকিৎসকের মত

Last Updated:

ডেঙ্গি হওয়ার পরে বাচ্চাদের ডায়েট কী হতে পারে সেই বিষয়ে  জানালেন পেডিয়াট্রিশিয়ান সংযুক্তা দে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ডেঙ্গির প্রকোপ এখনও কমেনি। বড়দের পাশাপাশি কোনও ভাবেই নিরাপদ নয় বাড়ির ছোটরাও। ডেঙ্গির প্রকোপে ভুগছে বিভিন্ন বয়সের শিশু। সেক্ষেত্রে ডেঙ্গি হওয়ার পরে বাচ্চাদের ডায়েট কী হতে পারে, সেই বিষয়ে  জানালেন পেডিয়াট্রিশিয়ান সংযুক্তা দে। কথা বললেন অনুলেখা কর।
advertisement

প্রশ্ন: বাড়ির বড়দের পাশাপাশি ডেঙ্গিতে ভুগছে বাড়ির ছোটরাও সেক্ষেত্রে ডেঙ্গির পরে বাচ্চাদের কী ধরনের খাবার দেওয়া যেতে পারে?

ড. সংযুক্তা : এক্ষেত্রে ডেঙ্গির যে বিশেষ স্ট্রেন আমরা দেখতে পাচ্ছি তাতে ১০টি ডেঙ্গি আক্রান্ত বাচ্চার মধ্যে ৭ থেকে ৮ জনেরই লিভারের সমস্যা দেখা দিচ্ছে । তাই প্রত্যেক ডেঙ্গি আক্রান্ত বাচ্চাকেই লিভার ফাংশন টেস্ট করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা । দেখা যাচ্ছে বেশিরভাগ শিশুরই ডেঙ্গি হওয়ার পরে খাবারে অনীহা জন্মাচ্ছে । বমি বমি ভাব মনে হচ্ছে । এটি সাধারণত লিভারের সমস্যার কারণেই ঘটছে এবং ডেঙ্গি  হওয়ার ২ থেকে ৩ সপ্তাহ পরেই নিজের থেকেই এই সমস্যা দূর হয় । তাই এইক্ষেত্রে সবসময় বাচ্চাদের বেশি করে জল খেতে বলা হচ্ছে ।

advertisement

এছাড়াও লাইট খাবার খেতে হবে । ভাজাভুজি কম খেতে হবে। হাই প্রোটিন খাবার খেতে হয় । জল খেতে হবে ডেঙ্গি ভাল হওয়ার পরেও । বাচ্চাদের খাবার অনীহা জন্মালে বা বমিবমি থাকলে অবশ্যই লিভার ফাংশন টেস্ট করিয়ে নিতে হবে।

আরও পড়ুন : ডায়াবেটিসে মদ্যপান ভয়ঙ্কর ক্ষতি করে! অজান্তেই ঝুঁকি নিচ্ছেন না তো? জানুন

advertisement

 প্রশ্ন: ডেঙ্গির আগে বা পড়ে জল খাওয়ার পরামর্শ তো  দিচ্ছেনই, কিন্তু বেশিরভাগ বাচ্চাকেই দিনে বারবার শুধু জল খাওয়ানো মুশকিল হয়ে পড়ে । এক্ষেত্রে জল ছাড়াও বাচ্চাদের কী ধরনের পানীয় দেওয়া যেতে পারে?

ড. সংযুক্তা:  কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে যেকোনও স্বাস্থ্যকর পানীয় বাচ্চাদের দেওয়া যেতে পারে । যেমন ডাবের জল , সরবত, ফলের রস বা  চাইলে সামান্য লিকার চা-ও  খেতে পারে ।

advertisement

আরও পড়ুন : আর্থরাইটিস কাবু করে ফেলেছে? বাতের বেদনা কমাতে ম্যাজিকের মত কাজ করবে এই উপাদান

প্রশ্ন: ডেঙ্গি হলেই অনেকের ধারণা সেদ্ধ খাবার খেতে হবে , সেক্ষেত্রে আপনার মত কী ?

ড. সংযুক্তা: ডেঙ্গি হলেই সেদ্ধ খেতে হবে এরকম কোনও মানে নেই । তবে অবশ্যই হালকা খাবার খেতে হবে । ভাজাভুজি বা বাইরের খাবার চলবে না ।  বিভিন্ন তাজা খাবার যেমন তাজা ফল ও সবজি খেতে হবে ।  এছাড়াও যদি সম্ভব হয় জিঙ্ক কন্টেনিং মাল্টিভিটামিন বা জিঙ্ক বা প্রোবায়োটিক দিলে ভাল হয় যেমন দই জাতীয় ঠান্ডা খাবার খাওয়া খুবই ভাল ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় 'নবাবের জেলা'য় ফুটে উঠল সিপাহি বিদ্রোহ! চোখের সামনে রক্ত গরম করা অতীত
আরও দেখুন

Dr. Sanjukta De: DCH (cal), DCH (London),  FRCPCH (UK)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বড়দের পাশাপাশি ডেঙ্গিতে নাজেহাল ছোটরাও, এই সময়ে ঠিক ডায়েট কী ? রইল চিকিৎসকের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল