ডায়াবেটিসে মদ্যপান ভয়ঙ্কর ক্ষতি করে! অজান্তেই ঝুঁকি নিচ্ছেন না তো? জানুন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
মদ্যপান ডায়াবেটিসের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে তা অনেকেরই অজানা ।
#কলকাতা: ডায়াবেটিসে ভুগছেন অথচ মদ্যপান ছাড়তে পারেননি এমন বহু মানুষ আছেন । কিন্তু মদ্যপান ডায়াবেটিসের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে তা অনেকেরই অজানা । ডায়াবেটিস রোগীদের খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া উচিৎ । ডায়াবেটিসকে সামান্য অবহেলা করলেই বিপদ ঘটতে পারে । তাই ডায়াবেটিস থাকলে বেশ কিছু বিধি-নিষেধ মেনে চলতে হবে ।
তাই ডায়াবেটিস থাকলে অ্যালকোহল সম্পূর্ণ বর্জন করা উচিত। কারণ এর সেবনে রক্তে শর্করার মাত্রা বাড়তে বা কমতে পারে।ডায়াবেটিসে অ্যালকোহল কেন বিপজ্জনক? ওয়েব এমডির মতে, ডায়াবেটিসে অ্যালকোহল পান করা খুবই বিপজ্জনক।
advertisement
advertisement
ডায়াবেটিস রোগীদের জন্য অ্যালকোহল বিষের মতো কাজ করে। অ্যালকোহলের ফলে রক্তে শর্করার মাত্রা এবং ইনসুলিন দ্রুত বেড়ে যায় যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত খারাপ । ডায়াবেটিসে অ্যালকোহল পান করলে দ্রুত ওজন বৃদ্ধি পায়। শুধু তাই নয়, অ্যালকোহল পান করলে খিদেও বাড়ে।
অত্যধিক খিদে হওয়ার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। ডায়াবেটিসে অ্যালকোহল পান করলে ডিহাইড্রেশন বাড়তে পারে, যার কারণে রক্তে বেড়ে যাওয়া শর্করা সরাসরি কিডনির উপর প্রভাব ফেলে। ডায়াবেটিসে অ্যালকোহল সেবন করলে তাড়াতাড়ি কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে । ডায়াবেটিসে অ্যালকোহল পান করলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়তে পারে।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2022 3:14 PM IST