টাইপ বি ইনফ্লুয়েঞ্জার উপসর্গ
সবথেকে সাধারণ উপসর্গ হল অত্যন্ত বেশি তাপমাত্রার জ্বর। এই ধরনের অসুখের ক্ষেত্রে সাধারণত টেম্পারেচার ১০০ ডিগ্রি ফারেনহাইটের নীচে নামেই না। জটিলতার দিকে এগোলে এই ধরনের রোগ থেকে প্রাণহানির আশঙ্কাও আসতে পারে। তবে প্রথম ধাপে ধরা পড়লে এবং যথাযথ পরিচর্যা হলেএই রোগ থেকে সহজেই মুক্তি মেলে। জেনে নিন এই অসুখের অন্যান্য উপসর্গ।
advertisement
আরও পড়ুন : রান্নাঘরে মেনে চলুন এই বাস্তু টিপস, সংসারের ধারেকাছে আসবে না অমঙ্গল ও অশুভ শক্তি
* কাঁপুনি
* ক্লান্তি
* জ্বর
* সর্দিকাশি
* গলাব্যথা
* দুর্বলতা
* গাঁটে গাঁটে ব্যথা
* পেটে যন্ত্রণা
অবহেলা বা শুশ্রূষা শুরু হতে দেরি হলে আরও জটিলতা দেখা দিতে পারে-
* সেপসিস
* ব্রঙ্কাইটিস
* নিউমোনিয়া
* কিডনি ফেলিওর
* শ্বাসকষ্ট
* মায়োকার্ডাইটিস বা হার্ট ইনফ্লেম্যাশন
আরও পড়ুন : দীর্ঘ প্রেমের পর সারোগেসিতে পিতৃত্ব, সন্তানদের এক বছরের জন্মদিনে বিয়ে করেন সমকামী জুটি
রক্ষা পাওয়ার উপায়
ইনফ্লুয়েঞ্জা থেকে রেহাই পাওয়ার প্রধান ও গুরুত্বপূর্ণ উপায় হল টিকা নেওয়া। আমেরিকার দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তরফে গুরুত্ব দেওয়া হয়েছে টিকাকরণের উপরই। এ ছাড়াও আরও কিছু উপায় আছে, যা মনে রাখতে হবে-
* সব সময় হাত পরিষ্কার রাখুন
*আক্রান্ত ব্যক্তির কাছে যাবেন না
*ভিড়ে গেলে নাক ও মুখ ঢেকে রাখুন
*উপসর্গ দেখা দিলে বাড়িতে থাকুন আইসোলেশনে
*নিজের চারপাশ নিয়মিত জীবাণুমুক্ত রাখুন
*ঘন ঘন চোখে ও নাকে হাত দেবেন না