আরও পড়ুনঃ ছোট থেকে বড় সবার একাধিক রোগ থাকবে দূরে, জেনে নিন ছোট মাছের উপকারিতা!
বিশিষ্ট ডিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান ডার্ক সার্কেলের সমস্যা থেকে মুক্তি দেবে টমেটো ও শশা। টমেটো ত্বকে দারুন ভাবে কাজ করে। ত্বকের আদ্রতা ধরে রাখতে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে টমেটো ও শশা। ছোট সাইজের একটা টমেটো আর অর্ধেক শসা ভালভাবে কেটে থেঁতো করে প্রতিদিন চোখের নিচে লাগালে মিলবে এই ডার্ক সার্কেল থেকে রেহাই।
advertisement
বিউটি এক্সপার্ট সঙ্গীতা দেবী জানান, ‘শসা ও টমেটো ছাড়াও আলু ও ডিমের সাদা অংশ চোখের নিচের ডার্ক সার্কেল রোধে ভীষণ কার্যকারী। আলুর ইনক্লেমেটরি বৈশিষ্ট্যগুলো ত্বকের প্রদাহ প্রতিরোধে সাহায্য করে। যার ফলে ত্বক সুস্থ থাকে। আবার ডিমে থাকা পেপটাইড হাইপার পিগমেন্টেশন এর বিরুদ্ধে লড়াই করে। যার ফলে ত্বক টানটান ও উজ্জ্বল দেখায়।’
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 10:15 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2023: পুজোর আগে চোখের নিচে ডার্ক সার্কেল? বিশেষজ্ঞের পরামর্শে ৭ দিনে মিলবে নিস্তার!