TRENDING:

Curd In Monsoon: দই ছাড়া থাকতেই পারেন না? এই বাদলার মরশুমে 'এইভাবে' খান দই! নইলে কিন্তু বড় বিপদ

Last Updated:

Curd In Monsoon: বিশেষজ্ঞরা বলছেন, গরম কিংবা আর্দ্র বা বর্ষাকালে প্রতিদিন দই খাওয়া উচিত। কিন্তু সঠিক পদ্ধতি মেনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : বাঙালি মানেই প্রতিদিন দই। সে দই ভাত হোক কিংবা লস্যি, বাটারমিল্ক অথবা ডেজার্ট। পাতে চাই-ই চাই। প্রতিদিন দই খেলে হজম ভালো হয়। অন্ত্র ভালো থাকে এবং বিপাক উন্নত হয়। কিন্তু অনেকেই জানেন না, সঠিক ভাবে দই না খেলে ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, গরম কিংবা আর্দ্র বা বর্ষাকালে প্রতিদিন দই খাওয়া উচিত। কিন্তু সঠিক পদ্ধতি মেনে।
বর্ষায় দই খাবেন কী ভাবে? 
Representative Image
বর্ষায় দই খাবেন কী ভাবে? Representative Image
advertisement

দই খাওয়া নিয়ে আয়ুর্বেদ কী বলছে: আয়ুর্বেদ অনুযায়ী, বর্ষাকালে দই খাওয়া ঠিক নয়। কারণ ঋতু পরিবর্তনের ফলে বাত, পিত্ত, কফ দোষের উপর প্রভাব পড়তে পারে। বর্ষায় বিশেষ করে বাত এবং পিত্ত দোষ বেড়ে যায়। এতে শরীর দুর্বল হয়। ফলে বিভিন্ন মরসুমি রোগের সম্ভাবনা বাড়ে। এছাড়াও এই ঋতুতে দই খেলে শরীরে শ্লেষ্মা তৈরি হয়, যা শরীরে অলসতা সৃষ্টি করে বলে মনে করা হয়। এই ঋতুতে কীভাবে দই খাওয়ার ফলে স্বাস্থ্য সমস্যা হতে পারে এবং দই খাওয়ার সঠিক উপায় কী তা এখানে দেওয়া হল।

advertisement

আরও পড়ুন : বিয়ের ঠিক পরেই স্বামী-স্ত্রীর জীবনে বদলে যায় 'এই কয়েকটি' জিনিস! কী কী বলুন তো? জানুন এবং সতর্ক হন!

ব্যথা বাড়ায়: জয়েন্টের ব্যথা এবং আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের বর্ষাকালে দই খাওয়া এড়িয়ে চলতে হবে। দই শরীরে প্রদাহ এবং শ্লেষ্মা উৎপাদন বাড়ায় বলে বিশ্বাস করা হয়, যা এই অবস্থাকে আরও বাড়িয়ে তোলে। যাই হোক, এই পুরনো বিশ্বাসকে সমর্থন করার জন্য কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই।

advertisement

ঠান্ডা এবং গলা ব্যথা বাড়ায়: যারা গলা ব্যথা, সর্দি, কাশিতে ভুগছেন, তাঁরা দই খেলে অবস্থার বাড়াবাড়ি হতে পারে। দই প্রকৃতিতে ঠান্ডা। তাই এমনটা হয়। এই কারণেই আয়ুর্বেদে বর্ষাকালে দই খেতে বারণ করা হয়েছে। বিশেষ করে যাঁরা সাইনাস, কনজেশন এবং ফুসফুসের সমস্যায় ভুগছেন তাঁদের জন্য এটা কঠোর ভাবে নিষিদ্ধ।

advertisement

আরও পড়ুন : রাতে ঘুমের মাঝে এই স্বপ্ন দেয় বিয়ের ইঙ্গিত! কোন স্বপ্নে আছে অর্থলাভের ইশারা? জানুন স্বপ্ন বিজ্ঞানের ব্যাখ্যা!

দই খাওয়ার সঠিক পদ্ধতি: দই স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু সঠিক উপায়ে না খেলেই যত সমস্যা। এর সঙ্গে যদি ভুল খাবারের সঙ্গে দই খাওয়া হয় তাহলে বিপদ আরও বাড়বে। এই কারণেই দইয়ের সঙ্গে দু'টি প্রোটিন বা সাইট্রিক খাবার খেতে নিষেধ করা হয়েছে। এতে অম্বল, অ্যাসিড তো বটেই আলসার হওয়ার সম্ভাবনাও থাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

যদি এরপরেও কেউ বর্ষায় দই খেতে চান তাহলে এর সঙ্গে এক চিমটি ভাজা জিরে গুঁড়ো, কালো মরিচ এবং কালো নুন যোগ করতে হবে। এটা দইয়ের ঠান্ডা প্রকৃতিতে ভারসাম্য আনে। তাছাড়া এটা হজম এবং অন্ত্রের স্বাস্থ্য গঠনেও সাহায্য করে। তাছাড়া বর্ষাকালে সবসময় তাজা দই খেতে হবে।ঠান্ডা প্রকৃতির ভারসাম্য আনতে এর সঙ্গে বাদাম বা শুকনো ফল খাওয়া যায়।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Curd In Monsoon: দই ছাড়া থাকতেই পারেন না? এই বাদলার মরশুমে 'এইভাবে' খান দই! নইলে কিন্তু বড় বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল