TRENDING:

কোভিড ১৯ না কি সাধারণ জ্বর! উপসর্গ প্রায় এক হলেও পুজোর মুখে বেশি ঝুঁকি কোথায়, জেনে নিন

Last Updated:

Covid 19 or Influenza: সাম্প্রতিককালে ফ্লু আর কোভিডের মধ্যে কোনটিতে বেশি ঝুঁকি রয়েছে তা নিয়েই বেশ বিতর্ক দেখা দিয়েছে। বিশেষ করে পুজোর মুখে, যখন মণ্ডপে মণ্ডপে জমায়েত বাড়বে বই কমবে না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২০ সালে যখন বিশ্বজুড়ে কোভিড ১৯ থাবা বসায় তখন অনেক কিছু নিয়েই সংশয় ছিল। মারণ ভাইরাসের কীভাবে আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে তা নিয়ে আমরা সতর্ক ছিলাম না। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এমনকী টিকা নেওয়ার পরেও কীভাবে করোনা মোকাবিলা করা হবে তা নিয়ে বেশ ধন্দ ছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে সার্স-কোভ-২ ভাইরাসটি নতুনভাবে বিবর্তন হয়ে ওমিক্রনের রূপে আমাদের সামনে হয়। ওমিক্রনে সংক্রামিত ব্যক্তির শরীরে মৃদু অসুস্থতা এবং একই সঙ্গে ফ্লু-এর মতো লক্ষণগুলিও দেখা যায়। আর সেই জন্যেই সাম্প্রতিককালে ফ্লু আর কোভিডের মধ্যে কোনটিতে বেশি ঝুঁকি রয়েছে তা নিয়েই বেশ বিতর্ক দেখা দিয়েছে। বিশেষ করে পুজোর মুখে, যখন মণ্ডপে মণ্ডপে জমায়েত বাড়বে বই কমবে না।
 টিকা নেওয়ার পরেও কীভাবে করোনা মোকাবিলা করা হবে তা নিয়ে বেশ ধন্দ ছিল
টিকা নেওয়ার পরেও কীভাবে করোনা মোকাবিলা করা হবে তা নিয়ে বেশ ধন্দ ছিল
advertisement

কোভিড এবং ফ্লু দুটি শ্বসনতন্ত্রের অসুখ

কোভিড ১৯ এবং ফ্লু দুটিই সংক্রামক শ্বাসযন্ত্রের অসুখ। তবে দুটির ঝুঁকির মাত্রাও আলাদা। কোভিড ১৯ করোনাভাইরাস সংক্রমণের কারণে হয় এবং এটি ২০১৯ সালে প্রথম সনাক্ত করা হয়েছিল। অন্য দিকে, ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণের কারণে হয়।

কীভাবে আলাদা করা যাবে?

কোভিড ১৯ এবং ফ্লু অনেকটা একইরকম হলেও সংক্রমণে কোভিড ফ্লু-এর চেয়ে অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। যদিও কোভিড ১৯-এ আক্রান্ত হলে কিছু মানুষের শরীরে গুরুতর লক্ষণ দেখা যায় এবং সুস্থ হতেও বেশ সময় লাগে। তবে শুধু উপসর্গই কোভিড এবং ফ্লু-এর মধ্যে পার্থক্য করতে পারে না। সেক্ষেত্রে করোনার নতুন ভ্যারিয়েন্ট যেমন ওমিক্রনে বেশিরভাগ সময়ে গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া এবং ক্লান্তিভাব ইত্যাদির মতো মৃদু উপসর্গ দেখা যায়৷ যার ফলে দুটি অসুখকে আলাদা করা আরও বেশি কঠিন হয়ে পড়ে। তাই রোগ চিহ্নিত করতে কোভিড পরীক্ষা করে নেওয়াই সবচেয়ে ভাল উপায়।

advertisement

আরও পড়ুন :  কলকাতায় দুর্গাপুজো দেখতে হলে এই কাজগুলো করতেই হবে, না হলে সব মজাই মাটি

মৃদু সংক্রমণ হওয়ায় কোভিড কি এখন ফ্লু-এর মতো কিংবা কম ঝুঁকিপূর্ণ?

আজকাল কোভিডের মৃদু উপসর্গ দেখা যায় এবং বেশিরভাগ মানুষেরই টিকা নেওয়া হয়ে গিয়েছে। তাই কিছু বিশেষজ্ঞ মনে করেন যে কোভিডের ঝুঁকি অনেকটাই কমে গিয়েছে এবং ফ্লু-এর সঙ্গে এটির তুলনা করা হচ্ছে৷ এমনকী কিছু বিশেষজ্ঞের মতে, কোভিড ধীরে ধীরে মরশুমি ফ্লু-এর মতো হয়ে যাচ্ছে।

advertisement

তাহলে কি আমরা আশঙ্কামুক্ত?

যদিও একদল বিশেষজ্ঞ ফ্লু-এর চেয়ে কোভিডকে কম বিপদজনক শ্বসনতন্ত্রের অসুখ বলতে নারাজ। তাঁদের মতে, কোভিড ১৯-এর এখনও দৈনিক কয়েকশো মানুষের মেরে ফেলার ক্ষমতা রয়েছে। এমনকী আগামী ১২ মাসে আরও ১২৫০০০ কোভিডে মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন :  ফাটা গোড়ালিতে মাটি পুজোর সাজ, আজ থেকেই এভাবে করুন পায়ের পরিচর্যা, ফল মিলবে দ্রুত

advertisement

কাদের সতর্ক থাকা উচিত?

৬০ বছর বা তার বেশি বয়সী, ইমিউনো কমপ্রোমাইজড এবং আগে থেকে ক্রনিক রোগে ভুগলে করোনাভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করার বিষয়ে বেশি সতর্ক হওয়া উচিত। এক্ষেত্রে কোভিডে আক্রান্ত হলে এখনও গুরুতর সংক্রমণ সম্ভব এবং বিশেষ করে এই ধরনের রোগীদের ঝুঁকি বেশি রয়েছে।

কোভিডের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ফ্লুও আটকানো যাবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টিকা নেওয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সঠিক ভাবে হাত পরিষ্কার রাখলে শুধু কোভিড ১৯ নয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধেও সবচেয়ে ভাল প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়। কেন না, সব সময়েই সতর্কতা নিরাময়ের চেয়ে ভাল উপায়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কোভিড ১৯ না কি সাধারণ জ্বর! উপসর্গ প্রায় এক হলেও পুজোর মুখে বেশি ঝুঁকি কোথায়, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল