ফাটা গোড়ালিতে মাটি পুজোর সাজ, আজ থেকেই এভাবে করুন পায়ের পরিচর্যা, ফল মিলবে দ্রুত

Last Updated:

Cracked Heels: কয়েকটা ঘরোয়া উপাদানে এক সপ্তাহের মধ্যেই পরিস্কার করে ফেলা যায় পা। এখানে সেই নিয়েই আলোচনা করা হল।

কয়েকটা ঘরোয়া উপাদানে এক সপ্তাহের মধ্যেই পরিষ্কার করে ফেলা যায় পা
কয়েকটা ঘরোয়া উপাদানে এক সপ্তাহের মধ্যেই পরিষ্কার করে ফেলা যায় পা
পুজো (Durga Puja 2022) আসছে। এই সময় মাথার চুল থেকে পায়ের পাতা, সব হতে হবে নিখুঁত। চর্বি ঝরাতে ইতিমধ্যেই জিমে ছুটছেন অনেকেই। ত্বকচর্চা, রূপচর্চার পালাও শুরু হয়েছে। কিন্তু বাদ পড়ে যাচ্ছে পা। পুষ্পাঞ্জলি দেওয়া থেকে মা দুর্গাকে মিষ্টিমুখ করানো, জুতো খুলে নাটমণ্ডপে কিন্তু উঠতেই হবে। সেই সময় যদি সুন্দর শাড়ি বা লেহঙ্গা আর স্যান্ডেলের ফাঁক দিয়ে ফাটা গোড়ালি দেখা যায়, তাহলেই সর্বনাশ। তবে চিন্তা নেই। কয়েকটা ঘরোয়া উপাদানে এক সপ্তাহের মধ্যেই পরিষ্কার করে ফেলা যায় পা। এখানে সেই নিয়েই আলোচনা করা হল। হাতে আর সময় নেই কিন্তু। শুরু করে দিতে হবে আজ থেকেই।
গ্লিসারিন আর লেবুর রস: গ্লিসারিন ত্বককে হাইড্রেটেড রাখে। আর লেবুর রস পরিষ্কার করবে পা। এর সঙ্গে ব্যবহার করতে হবে ভেসলিন। তাহলেই হাতেনাতে ফল মিলবে। এই মিশ্রণ তৈরি করতে লাগবে ২ টেবিল চামচ গ্লিসারিন, ২ চা চামচ লেবুর রস এবং গরম লাগে। এবার আসা যাক এই মিশ্রণ ব্যবহারের পদ্ধতিতে। প্রথমে অন্তত ২০ মিনিট গরম জলে পা ডুবিয়ে রাখতে হবে। তারপর মুছে নিতে হবে ভাল করে। এতে পায়ের নোংরা, ময়লা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এবার একটা পাত্রে গ্লিসারিন আর লেবুর রস মিশিয়ে একটা পেস্ট বানিয়ে সেটা লাগাতে হবে পায়ে। পেস্টটা রাতে শোবার আগে লাগানোই ভাল। পরদিন ধুয়ে নিলেই হবে। প্রতিদিন এই পেস্টটা লাগালে দ্রুত ফল মিলবে।
advertisement
মধু: পা পরিষ্কার করতে মধুর ব্যবহার বহু প্রাচীন। এ জন্য লাগবে ২ টেবিল চামচ মধু এবং গরম জল। প্রথমে পা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। তারপর একটা পাত্রে হালকা গরম জলে ২ টেবিল চামচ মধু মিশিয়ে সেটা পায়ে লাগাতে হবে। শুকোনোর জন্য আধ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে পা।
advertisement
advertisement
আরও পড়ুন : লেস, প্রিন্ট বা এমব্রয়ডারি, নতুন পোশাকের সঙ্গে বাছুন সঠিক অন্তর্বাস, রইল তারই হদিশ
ভেসলিন আর আটা: শুধু পা পরিষ্কার নয়, ফাটা গোড়ালি নিরাময়েও এটা দারুণ কার্যকর। আটা ত্বককে নরম রাখে। আর ভেসলিন ফাটা ত্বক নিরাময় করে। এ জন্য লাগবে ২ টেবিল চামচ আটা, ২ টেবিল চামচ ভেসলিন এবং গোলাপ জল। প্রথমে একটা পাত্রে আটা আর গোলাপ জল ভাল করে মেশাতে হবে। তারপর তাতে দিতে হবে ভেসলিন। এবার সবকটা উপাদান মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পা ধুয়ে মুছে নেওয়ার পর লাগাতে হবে ভেসলিন, আটা ও গোলাপ জলের পেস্ট। শুকোনোর জন্য ২০ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলতে হবে পা। সপ্তাহে ৩ দিন ব্যবহার করলেই ফল মিলবে হাতেনাতে।
advertisement
আরও পড়ুন :  পুজোর ভিড়ে সোনা পরে ঘোরা নিরাপদ নয়, বরং সেজে উঠুন কাগজের গয়নায়
কলা: কলায় অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট রয়েছে। ত্বকের জন্য এটা দারুণ উপকারী। এই পেস্ট তৈরি করতে লাগবে ২টো বড় কলা আর গোলাপ জল। কলা মিস্কিতে পিষে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার তাতে গোলাপ জল মিশিয়ে লাগাতে হবে পায়ে। শুকিয়ে গেলে ধুয়ে নিলেই হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ফাটা গোড়ালিতে মাটি পুজোর সাজ, আজ থেকেই এভাবে করুন পায়ের পরিচর্যা, ফল মিলবে দ্রুত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement